ভোপাল: রাজনৈতিকভাবে যে বিজেপির থেকে এখন কংগ্রেস অনেকটাই পিছিয়ে সে কথা স্বীকার না করা ছাড়া উপায় নেই। শেষ লোকসভা নির্বাচনেও একই রকম বিষয় দেখা গিয়েছে। রাজ্যভিত্তিক নির্বাচনে তুলনায় ভাল ফল করলেও সার্বিকভাবে যে কংগ্রেস বিজেপিকে টেক্কা দিতে পারছে না, এটাই বাস্তব। কিন্তু তা বলে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য? এটা তো মানা যায় না। বিতর্কিত এক মন্তব্য করে সংবাদ শিরোনামে এক কংগ্রেস নেতা। তিনি নরেন্দ্র মোদীকে হত্যা করার কথা বলেছেন!
আরও পড়ুন-তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, শুভেন্দুর ‘ডিসেম্বর’ হুঁশিয়ারির পাল্টা জেলবন্দি পার্থর!
পান্না জেলার পাওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পতেরিয়া। তাঁর কথায়, সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘হত্যা’ করতে হবে! তাঁর এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যায়, নির্বাচন শেষ হওয়ার পরেই মোদী ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করবেন। সংখ্যালঘু, দলিতদের জীবন বিপন্ন হবে আরও। তাই সংবিধান বাঁচাতে গেলে নরেন্দ্র মোদীকে হত্যা করতে প্রস্তুতি নিতে হবে। (যদিও আজ বিকেল ডট কম সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)।
যদিও এই মন্তব্য করার পরেই খানিকটা ‘ড্যামেজ কন্ট্রোল’ করে তিনি বলেন, হত্যা বলতে তিনি রাজনৈতিক পরাজয়ের কথা বলতে চেয়েছেন। যদিও তাতে কিছু লাভ হয়নি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে পুলিশকে মামলা করার নির্দেশ দিয়েছে রাজ্যের প্রশাসন। পান্নার পুলিশ সুপারকে অভিযুক্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়র করার নির্দেশ দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।