কার দখলে থাকবে হিন্দুত্ব? বাল্মিকী-কৌশল্যার পিছনে ঝাঁপাল কংগ্রেস

কার দখলে থাকবে হিন্দুত্ব? বাল্মিকী-কৌশল্যার পিছনে ঝাঁপাল কংগ্রেস

নয়াদিল্লি: বিজেপির দেখানো পথে এবার হিন্দুত্বের লড়াইয়ে ঝাঁপাল কংগ্রেস৷ আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোকে নিয়ে বিজেপি যখন ব্যাপক উন্মাদনা তৈরি করতে চলেছে গোটা দেশজুড়ে, ঠিক তখন রামায়ণের রচয়িতা বাল্মিকী ও রামের মাতা কৌশল্যার মাহাত্ম্য প্রচার করার কৌশল নিয়েছে কংগ্রেস৷

ঠিক যেন হিন্দুত্বের প্রতিযোগিতা৷ মধ্যপ্রদেশে কমল নাথ যেমন আজ মঙ্গলবার হনুমান চালিশা পাঠের আয়োজন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন, ঠিক তেমন পাল্টা কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে বাল্মিকী ও কৌশল্যার পদধূলির প্রচার করবেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল৷ জানা গিয়েছে, প্রায় ১৬ কোটি টাকা খরচ করে বিশেষ প্রকল্প নির্মাণ হতে চলেছে৷ কিন্তু, মানুষ যখন কষ্টে, স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে, তখন করোনা-কালে চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা করা গেলে দুই রাজ্যের মানুষ আরও কিছু দিন এই পৃথিবীতে থেকে যেতে পারতেন৷ কিন্তু, ভারতীয় রাজনীতিতে স্বাস্থ্যের থেকেও বড় ধর্ম, ধর্মের নামে ভোট৷

ট্যুইট করে মুখ্যমন্ত্রী বাঘেল জানিয়েছেন, ছত্তিশগড়ের পবিত্র ভূমিতে কেবল রামের মাতা কৌশল্যার জন্মই হয়নি৷ ঋষি বাল্মিকীও এখানেই আশ্রম তৈরি করে সাধনায় মগ্ন ছিলেন৷ আর তাই রায়পুরের কাছে ননিহাল চন্দখুরি গ্রামে কৌশল্যার মন্দির অক্ষত রেখে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে রামবন গমন পথ প্রকল্প তৈরি হবে বলেও ঘোষণা করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =