কর্ণাটকে কি গেরুয়া ফ্যাকাসে হচ্ছে? আপাতত অনেকটাই এগিয়ে কংগ্রেস

কর্ণাটকে কি গেরুয়া ফ্যাকাসে হচ্ছে? আপাতত অনেকটাই এগিয়ে কংগ্রেস

0176ef92413f9733a57e1ce2ec672c9c

বেঙ্গালুরু: ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে শুরু করেছে কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই এগিয়ে থাকা বজায় রেখেছে ‘হাত’। আপাতত ১১১ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৭৮টি আসনে। অন্যদিকে জেডিএস এগিয়ে রয়েছে ৩০টি আসনে। ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠতার দিকেই এগোচ্ছে রাহুল বাহিনী। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে উৎসবে মেতেলেন কংগ্রেস কর্মীরা। যদিও কর্ণাটকে সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। 

বিজেপি, কংগ্রেস এবং জেডিএস, এই তিন দলের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এতদিন দেখে এসেছে কর্নাটক। এ বারেও তেমনটাই হওয়ার সম্ভবনা। ২০১৮-র বিধানসভা নির্বাচনে ১০৪টি আসনে বিজেপি জিতলেও রাজ্যের শাসক হয়েছিল কংগ্রেস এবং জেডিএস। মিলিতভাবে তারা পেয়েছিল ১১৭টি আসন। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া-পুত্র কুমারস্বামী। কিন্তু ২০১৯-এর জুলাই মাসে দু’দলের দেড় ডজন বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু এককভাবে পদ্ম শিবির বিগত কয়েক বছরে কখনই ‘জাদু সংখ্যা’ ছুঁতে পারেনি। এবার কি পালাবদল হবে নাকি কংগ্রেস এগিয়ে থেকে জয় ছিনিয়ে নেবে, সেটা বলবে সময়।