নয়াদিল্লি: আগামী বছর পাঁচ রাজ্যে ভোট৷ তার আগে কোমর বেঁধে ঝাপাতে চাইছে জাতীয় কংগ্রেস৷ ১ নভেম্বর থেকে ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে চলবে ব্যাপক হারে সদস্য সংগ্রহ অভিযান৷ মঙ্গলবার এআইসিসি দফতরে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ওই বৈঠকেই এই সিদ্ধন্ত নেওয়া হয়৷
আরও পড়ুন- দৈনিক আক্রান্তের সংখ্যায় বিরাট স্বস্তি! দেশের কোভিড গ্রাফ আরও নিম্নমুখী
কংগ্রেস সূত্রের খবর, এই সদস্য সংগ্রহ অভিযানে তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা ভোটারদের বিশেষভাবে দলে টানার চেষ্টা করা হবে। পাশাপাশি দলের লক্ষ্য হবে প্রথমবার ভোট দেবেন এমন যুবারা৷ তাঁদের দলে টানতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ সেজন্য দলীয় নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সভানেত্রীর নির্দেশ, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ভোটারদের মনে পেতে তাঁদের বাড়ি বাড়ি যেতে হবে। দেশের প্রতিটি প্রান্তে অভিযান চালাবেন কংগ্রেস কর্মীরা৷
মঙ্গলবার সকালে দলের সাধারণ সম্পাদক, এআইসিসির পর্যবেক্ষক এবং দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন সোনিয়া গান্ধী৷ ওই বৈঠকে বিজেপি ও আরএসএস-এর নীতির বিরোধিতায় সরব হন তাঁরা৷ শাসক দলের মিথ্যে মুখোশ খুলতে লড়াই আরও জোড়দার করার বার্তা দেওয়া হয়৷ কিন্তু দলের শক্তি বাড়াতে একদা বিজেপি’র দাওয়াই মিসড কলেই ভরসা রাখছেন কংগ্রেস নেতৃত্ব৷ সাত বছর আগে নয়া পরিকল্পনা নিয়ে এসেছিল গেরুয়া শিবির৷ মিসড কল দিলেই যোগ দেওয়া যেত বিজেপি’তে৷ এবার সেই কৌশলকেই অবলম্বন করছে কংগ্রেস৷