নয়াদিল্লি : লোকসভা নির্বাচনে দিল্লিতে আপের সঙ্গে কোনও জোট নয়। রবিবার সাফ জানিয়ে দিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিত। দিল্লির সবকটি লোকসভা আসনেই লড়বে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি। দিল্লির মেহরাউলি এবং বদরপরে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে শীলা দীক্ষিত বলেন, আপের সঙ্গে কংগ্রেসের জোট হবে বলে এমন কথা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এটা স্পষ্ট করে দিতে চাই দিল্লিতে কংগ্রেস একাই লড়বে। আপের সঙ্গে কোনও জোট হবে না।
এক যোগে নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে শীলা দীক্ষিত বলেন, কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার এবং দিল্লিতে কেজরিওয়াল সরকারের প্রতি বীতশ্রদ্ধ সাধারণ মানুষ। তারা এখন পরিবর্তন চাইছে। আসন্ন লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে রাহুল গান্ধীর নেতৃত্বে সরকার গঠন করবে কংগ্রেস। দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সরব কেজরিওয়াল। এই প্রসঙ্গে শীলা দীক্ষিত বলেন, বিষয়টি নিয়ে দিল্লিবাসীকে বিভ্রান্ত করছে কেজরিওয়াল। দিল্লিতে আপ সরকারের মেয়াদ ফুরোতে আর কয়েক মাস সময় বাকি রয়েছে। তারা ভাল ভাবেই জানে নতুন সরকার গঠন হলে বিষয়টি নিয়ে অধিবেশনে বিল আনা যাবে।