‘স্বাধীনতা’ চাইছেন প্রশান্ত! কী এমন শর্ত সামনে রাখল কংগ্রেস

‘স্বাধীনতা’ চাইছেন প্রশান্ত! কী এমন শর্ত সামনে রাখল কংগ্রেস

নয়াদিল্লি: প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিচ্ছেন, এই নিয়ে চর্চা এখন তুঙ্গে। পরপর অনেক গুলি বৈঠক দুই পক্ষের মধ্যে হয়ে গিয়েছে। অনেকের মত, আনুষ্ঠানিক ঘোষণা হওয়া হয়তো সময়ের অপেক্ষা। কিন্তু এরই মাঝে আরও কৌতূহলউদ্দীপক বিষয় ঘটল। প্রশান্ত কিশোরের সামনে কিছু শর্ত রাখল কংগ্রেস। পাল্টা ‘পিকে’ও কাজে স্বাধীনতা চেয়েছেন। ব্যাপারটা কী?

আরও পড়ুন- অপারেশন পরাক্রম থেকে রাষ্ট্রপুঞ্জের মিশন, নয়া সেনাপ্রধান মনোজ পাণ্ডের সেনা জীবন

সুত্রের খবর, আসন্ন কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে কংগ্রেস। সেই রিপোর্টে প্রশান্ত কিশোরকে রাখার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ভোটকুশলীকে দূরত্ব বজায় রাখতে হবে এমন শর্ত রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। এখন এই নিয়েই নয়া চর্চা। কংগ্রেসের তরফে বলা হচ্ছে, প্রশান্ত কিশোর একই সময়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেন। কিন্তু তাঁকে একক ভাবে পাওয়ার প্রত্যাশা করছে কংগ্রেস। সেই কারণেই এই শর্ত। তবে এতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়তো করছেন না ভোটকুশলী। কারণ তিনি পাল্টা কিছু দাবি রেখেছেন বলেই শোনা যাচ্ছে।

সর্বপ্রথম যে কথা তিনি বলেছেন তা হল, কেউ যেন তাঁর কাজে নাক না গলায়। তাঁর কাজের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা চান তিনি। পাশাপাশি তিনি শুধুমাত্র কংগ্রেস সভাপতিকেই রিপোর্ট করবেন, এমন দাবি আছে। এই বিষয়গুলি মাথায় রাখলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে স্পষ্ট করেছেন তিনি। এদিকে ‘পিকে’র ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপিকে কী ভাবে হারাতে হবে তার জন্য একটি ৬০০ স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করেছেন তিনি। যদিও সেই স্লাইডে আদতে কী আছে তা ‘পিকে’ ছাড়া কেউ জানেন না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *