লখনউ: করোনা আবহে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ যোগীরাজ্যে ভোট শুরু ১০ ফেব্রুয়ারি থেকে৷ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের মুখ প্রিয়াঙ্কা গান্ধী৷ বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁদের স্লোগান, ‘লড়কি হু, লড় সাকতি হু’৷ ইতিমধ্যেই ১২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস৷ যার মধ্যে ৫০টি আসনেই রয়েছে মহিলা প্রার্থী৷ সেই তালিকায় রয়েছে অভিনেত্রী তথা মডেল অর্চনা গৌতমের নামও৷ প্রার্থী তালিকায় নাম প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বিকিনি পরা ছবি৷ অন্যদিকে, তাঁর পুরনো ছবি দাবানলের মতো ছড়িয়ে পরতেই অর্চনার আবেদন, ‘দয়া করে পেশা আর রাজনীতিকে এক করে দেবেন না৷’’
আরও পড়ুন- নেতাজির জন্মদিন থেকেই এবার শুরু হবে সাধারণতন্ত্র দিবস উদযাপন, ঘোষণা কেন্দ্রের
২০২১ সালের নভেম্বর মাসে কংগ্রেসের হাত ধরেন অভিনেত্রী-মডেল অর্চনা। তাঁকে হস্তিনাপুর থেকে টিকিট দিয়েছে দল৷ এদিকে প্রার্থী হওয়ার পরেই তাঁর বিকিনি পরা ছবি ভাইরাল হয়ে যায়৷ এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অর্চনা বলেন, ‘‘২০১৮ সালে আমি মিস বিকিনি প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। আমি ২০১৪ সালে মিস উত্তরপ্রদেশ এবং ২০১৮ সালে মিস কসমো ওয়ার্ল্ড হয়েছিলাম৷ সকলের কাছে আমার অনুরোধ, দয়া করে মিডিয়ার সামনে আমার পেশা আর রাজনৈতিক জীবনকে মিলিয়ে দেবেন না।’’
নির্বাচনে জয়ী হলে হস্তিনাপুরের জন্য কী করতে চান তিনি? জবাবে অর্চনা জানান, ‘‘হস্তিনাপুর একটি পর্যটনকেন্দ্র৷ এখানে প্রচুর প্রাচীন মন্দির রয়েছে৷ কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত৷ সে কারণে পর্যটকরা এখানে আসতে পারেন না। একজন বিধায়ক হিসেবে আমি সবার আগে হস্তিনাপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এখানে একটি বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন তৈরি করব। কারণ এখানে পর্যটন বাড়লে কর্মসংস্থানও তৈরি হবে।’’ তিনি আরও বলেন, ‘‘এখানে প্রতি বছর বন্যায় ফসলের প্রভূত ক্ষতি হয়৷ সেই দিকটি নিয়েও কাজ করব৷ তাছাড়া এখানে মাত্র একটি চিনিকল রয়েছে৷ যার জেরে কৃষকদের সমস্যায় পড়তে হয়৷ তাঁদের সময় বাঁচাতে আরও চিনিকল খুলব।’