নেতাজির ‘মৃত্যুবার্ষিকীতে’ শ্রদ্ধাজ্ঞাপন কংগ্রেস-বিজেপির! তীব্র নিন্দা তৃণমূলের

নেতাজির ‘মৃত্যুবার্ষিকীতে’ শ্রদ্ধাজ্ঞাপন কংগ্রেস-বিজেপির! তীব্র নিন্দা তৃণমূলের

1b88592f18c334593e624acfe669c232

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য এখনো বর্তমান। এই ইস্যুতে এখনো পর্যন্ত উপসংহার লেখা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তথাকথিত ভাবে মনে করা হয় যে আজকের দিন অর্থাৎ ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, যদিও সেই তথ্য এখনো পর্যন্ত প্রমাণিত নয়। কিন্তু আজকের দিনে নেতাজির ‘মৃত্যুবার্ষিকী’ পালন করছে কংগ্রেস এবং বিজেপি যা দেখে প্রচন্ড নিন্দা করছে তৃণমূল কংগ্রেস। 

এদিন নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন বিজেপি সাংসদ রমেশ পোখরিয়াল। তিনি টুইট করে লেখেন, “আজাদ হিন্দের প্রতিষ্ঠাতা এবং ভারতের স্বাধীনতা লড়াইয়ের যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই তাঁর মৃত্যুবার্ষিকীতে। তিনি যুবসমাজের অনুপ্রেরণা।” যদিও এই টুইট করার পরেই প্রচন্ড বিতর্ক সৃষ্টি হয় যার জেরে সেটি পরে মুছে দেন বিজেপি নেতা। তবে চমকপ্রদ ব্যাপার, এই ইস্যুতে আজ কংগ্রেসের তরফেও একটি টুইট করা হয় যেখানে লেখা হয়, “আজাদ হিন্দ ফৌজ দেশের স্বাধীনতা সংগ্রামের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নেতাজির সাহসী নেতৃত্বে ভারত মাতার সন্তান দেশের স্বাধীনতার জন্য সবকিছু ত্যাগ করেছিল তাই আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে কংগ্রেস পরিবার”! বিজেপি এবং কংগ্রেসের টুইট সামনে আসতেই নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রচন্ড বিরোধিতা করে টুইট করেছেন তাদের মুখপাত্র কুণাল ঘোষ।

টুইট করে কুণাল লিখেছেন, “বিজেপি এবং কংগ্রেসের টুইটের নিন্দা জানাচ্ছি। তারা সত্যিই উদঘাটনের চেষ্টা করেনি যে নেতাজির সঙ্গে শেষ পর্যন্ত কী হয়েছিল। আর আজকের দিন যে তাঁর মৃত্যুবার্ষিকী সেটা প্রমাণিত নয়। বাংলা এবং ভারতের আবেগ নিয়ে খেলবেন না। আগে মৃত্যু প্রমাণ করুন, ক্লাসিফাইড ফাইল পাবলিশ করুন।” উল্লেখ্য, আজকের দিনেই তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। যদিও সেই নিয়ে ধোঁয়াশা এখনো রয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *