দীপিকার পাশে কংগ্রেস, বিশেষ সম্মান দেওয়ার পরিকল্পনা

দীপিকার পাশে কংগ্রেস, বিশেষ সম্মান দেওয়ার পরিকল্পনা

নয়াদিল্লি:  বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা কমল নাথ দীপিকা পাডুকনের জেএনইউয় যাওয়াকে সমর্থন করেছেন৷ করমুক্ত করেছেন দীপিকা অভিনীত ছপাক সিনেমাকে৷ এবার ছপাকে দীপিকার ভূয়শী প্রশংসা করলেন তিনি৷ দীপিকাকে বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার৷

চলতি বছর ইন্টারনন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হতে চলেছে৷ সেখানেই দীপিকাকে ছপাক সিনেমার অসাধারণ অভিনয়ের জন্য মধ্যপ্রদেশের সরকারের তরফে বিশেষ সম্মান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ মধ্যপ্রদেশের জনসংযোগ বিভাগের মন্ত্রী পিসি শর্মা মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে যোগাযোগ করেন ছপাক সিনেমার বিষয়ে৷দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷

গত বুধবার কমলনাথ টুইট করে জানান, 'দীপিকা যা করেছেন ঠিক করেছেন৷ আমি তাঁকে সমর্থন করি৷' এরপরেই ছপাককে তিনি করমুক্ত করেন৷ এরপরেই ছপাক সিনেমার প্রথম দিনেই ছপাক সিনেমাকে কর মুক্ত করাক সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ সরকার৷  তাঁর পথে হেঁটে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও কংগ্রেস শাসিত পুদুচেরিতেও কর মুক্তের ঘোষণা করা হয়৷ শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজস্থানেও ছপাক সিনেমাকে করমুক্তের ঘোষণা করেন৷

২০০০ সালে শুরু হওয়া আইআইএফএ শুরু হয়৷ প্রতিবার বিভিন্ন রাজ্যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়৷ এবার হবে ভোপালে৷ এবছর ৭০টি দেশেক আইফা দেখানো হবে৷ যার জন্য ৭০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে৷ গত বছক মুম্বইয়ের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল৷ অন্য দিকে জানা গিয়েছে, জেএনইউতে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের স্কিল উন্নয়ন দপ্তরের এরটি বিশেষ প্রচার থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে৷ যদিও ওই দপ্তরের থেকে জানানো হয়েছে, জেএনইউয়ের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য, দীপিকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *