ঐক্যবদ্ধ থাকার বার্তা জোটকে, ED-CBI ‘অত্যাচার’ করবে বলেও সতর্কবার্তা কংগ্রেসের

ঐক্যবদ্ধ থাকার বার্তা জোটকে, ED-CBI ‘অত্যাচার’ করবে বলেও সতর্কবার্তা কংগ্রেসের

congress

মুম্বই: আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নতুন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ইতিমধ্যেই একাধিক বৈঠক এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এদিন তাঁদের তৃতীয় বৈঠক ছিল মুম্বইয়ে। সেখানে একটি ১৩ জনের কমিটিও গঠন করা হয়েছে। তবে তারা এটা বুঝে গিয়েছে যে আগামী দিনে লড়াই সহজ হবে না। কারণ ইতিমধ্যেই বিরোধী একাধিক নেতারা ইডি এবং সিবিআইয়ের র‍্যাডারে রয়েছে। এই প্রেক্ষিতেই বড় বার্তা দিল কংগ্রেস। 

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর কথায়, যদি বিরোধীরা ঐক্যবদ্ধ থাকে, তাহলে বিজেপির পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব। সামনে এটাই কাজ, সবচেয়ে কার্যকর ভাবে একত্রিত থাকা। তাহলে বিজেপির পক্ষে লোকসভায় জেতা সম্ভব হবে না। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায়, বিরোধী নেতাদের তৈরি থাকতে হবে ইডি-সিবিআইয়ের ‘অত্যাচার’-এর জন্য। তিনি বলেন, জোট যত সংগঠিত হবে, যত ঐক্যবদ্ধ হবে, তত বাড়বে এজেন্সির সক্রিয়তা। তত বাড়বে গ্রেফতারির আশঙ্কা। অতএব, সতর্ক থাকতে হবে। একসঙ্গে থাকলেই জয়ের রাস্তা সহজ হবে। 

প্রসঙ্গত, পাটনা ও বেঙ্গালুরুর পর মুম্বইয়ে ২৮টি বিরোধী দল বা ইন্ডিয়া জোটের বৈঠক ছিল শুক্রবার। ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথাও ঘোষণা করা হয়েছে বৈঠকের পরে। তাতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), শরদ পওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), রাঘব চড্ডা (আপ) এবং ডি রাজা (সিপিআই)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =