নয়াদিল্লি: অভিনন্দন ভর্তমানই প্রথম পাইলট, যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে কোনও মিগ বিমান এত বড় সাহসিকতা দেখাতে পারেনি।
বায়ুসেনার দেওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী, মঙ্গলবার সকালে পাক বায়ুসেনার ২৪টি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন ভারতীয় বায়ুসেনার আটটি বিমান তাদের পথ আটকায়। একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানের পিছু নেন উইং কম্যান্ডার অভিনন্দন। ভারতীয় বায়ুসেনার ৫১ স্কোয়াড্রনের এই মিগ-২১ যুদ্ধবিমান, একটি রাশিয়ান ভিম্পেল আর-৭৩ মিসাইল তাক করে ওই পাক এফ-১৬-এর উপর। এই মিসাইলের আঘাতে ধ্বংস হয় মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬।
আর এই তথ্য জানার পর অভিনন্দনের কৃতিত্বকে আরও বেশি করে কুর্নিশ করছে বায়ুসেনা। যে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে অনেক বেশি শক্তিশালি এফ-১৬ যুদ্ধবিমানকে তিনি ধ্বংস করছেন, তা দেখিয়ে দিচ্ছে উইং কম্যান্ডার হিসেবে তাঁর দক্ষতাকে।