লম্বা ছুটি কাটিয়ে কাজে যোগ দিলেন অভিনন্দন

নয়াদিল্লি: আড়াই মাস পর কাজে যোগ দিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। রাজস্থানের সুরাটগড় বায়ুসেনা ঘাঁটিতে পোস্টিং হয়েছে তাঁর। গত ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার বিমান তাড়া করে ফেরত পাঠাতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়েন তিনি। এরপর ৬০ ঘণ্টা আটকে রাখার পর তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান সরকার। দেশের ফেরার পর নানা শারীরিক

9f65504d4528d504d34368b8350f1d4c

লম্বা ছুটি কাটিয়ে কাজে যোগ দিলেন অভিনন্দন

নয়াদিল্লি: আড়াই মাস পর কাজে যোগ দিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। রাজস্থানের সুরাটগড় বায়ুসেনা ঘাঁটিতে পোস্টিং হয়েছে তাঁর। গত ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার বিমান তাড়া করে ফেরত পাঠাতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়েন তিনি।

এরপর ৬০ ঘণ্টা আটকে রাখার পর তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান সরকার। দেশের ফেরার পর নানা শারীরিক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে অভিনন্দনকে। সোমবার বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ‘উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পোস্টিং হয়েছে রাজস্থানে। এর থেকে বেশি কিছু প্রকাশ করা যাবে না।’ এদিকে কাজে যোগ দেওয়ার জন্য অভিনন্দনকে শুভেচ্ছা জানায় বায়ুসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *