পাঠানকোট: পাকিস্তানের অত্যাধুনিক F-16 বিমান তাড়িয়ে পাকিস্তানের মাটিতে ধরা পড়ে গিয়েছিলেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ বালাকোট অভিযান পরবর্তী সময়ে গোটা দেশবাসীর কাছে অভিনন্দন হয়ে উঠেছিলেন অনুপ্রেরণা৷ এইবার সেই অভিনন্দন বর্তমান ফিরলেন যুদ্ধ বিমানের ককপিটে৷ এবার তবে তিনি একা নন, ছিলেন বায়ুসেনা প্রধান৷ বায়ু সেনা প্রধানকে সঙ্গে নিয়েই মিগ-২১ ওড়ালেন অভিনন্দন৷
বালাকোট হামলা পরবর্তী সময়ে পাকিস্তানের জেলে দীর্ঘক্ষণ বন্দি থাকার পর অভিনন্দনের মুক্তি ঘিরে তৈরি হয়েছিল নানান বিতর্ক৷ আন্তর্জাতিক চাপের মুখে পড়ে অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ইমরান প্রশাসন৷ গত ২ ফেব্রুয়ারি পাকিস্তানের জেলে বন্দি হওয়ার পর ভারতে ফিরে দীর্ঘ চিকিৎসা ও ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন অভিনন্দন৷ কাজে ফেরার মাসখানেকের মধ্যেই ফের ককপিটে দেখা গেল বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে৷
Indian Air Force (IAF) chief Air Chief Marshal BS Dhanoa and Wing Commander Abhinandan Varthaman flew in the trainer version of the MiG-21 Type 69 fighter Aircraft, earlier today. This was also the last sortie of the IAF Chief in a combat aircraft. pic.twitter.com/T2qFWLgT7w
— ANI (@ANI) September 2, 2019
#WATCH Pathankot: IAF Chief Air Chief Marshal BS Dhanoa and Wing Commander Abhinandan Varthaman moving towards the MiG-21 before their sortie earlier today. #Punjab pic.twitter.com/Rz9KJVJVWi
— ANI (@ANI) September 2, 2019
#WATCH IAF Chief Air Chief Marshal BS Dhanoa flew a sortie with Wg Cdr Abhinandan Varthaman at Air Force Station Pathankot today in a MiG-21 trainer. It’s the last sortie flown by IAF Chief in a fighter aircraft before retirement.They took off around 1130 hrs for a 30 min sortie. pic.twitter.com/retSoI3EVl
— ANI (@ANI) September 2, 2019
পাঠানকোট বায়ুসেনার বিমান ঘাঁটি থেকে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়াকে নিয়ে উড়ে যান অভিনন্দন৷ দীর্ঘক্ষণ আকাশে থাকার পর মাটিতে নেমে আসেন তাঁরা৷ অভিনন্দনের সঙ্গে ককপিট শেয়ার করে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ বায়ুসেনার প্রধান৷ জানিয়েছেন, দেশের জন্য অভিনন্দনের মতো বীর যোদ্ধা আরও প্রয়োজন৷