Aajbikel

গণবিবাহের আসরে কনেকে উপহারে কনডোম- গর্ভনিরোধক ওষুধ, বিতর্ক সরকারি প্রকল্প

 | 
গণবিবাহ

ভোপাল: মধ্যপ্রদেশে সরকারি গণবিবাহকে কেন্দ্র ফের তুঙ্গে বিতর্ক। বিয়ের আগে কনেকে কনডোম, গর্ভনিরোধক ওষুধ দেওয়ার অভিযোগ। সরকারি প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় বিয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপহার হিসাবে প্রত্যেক কনের হাতে একটি করে মেকআপ বক্স উপহার হিসাবে দেন সরকারি আধিকারিকরা। সেখানে সাজগোজের সরঞ্জামের পাশাপাশি ছিল কনডোম এবং গর্ভনিরোধক ওষুধ। যদিও জেলা প্রশাসনের বক্তব্য, কনেদের গর্ভনিরোধক ওষুধ এবং কনডোম দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সে বিষয়ে তাদের কোনও ধারণা নেই।

 


শিবরাজ সিং চৌহান সরকারের আমলে মধ্যপ্রদেশে শুরু হয়েছে গণবিবাহ প্রকল্প৷ এর নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পরা  তরুণ তরুণীদের বিয়ের ব্যবস্থা করা হয় এই প্রকল্পে৷ বিয়ের যাবতীয় খরচ বহন করে সরকার। বিয়ের জন্য আগে থেকেই সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হয়। পরিবারের তরফেই পাত্রপাত্রী ঠিক করা হয়। সোমবার ঝাবুয়া জেলার থাণ্ডালাতে এক সঙ্গে ২৯৬ যুগলের বিবাহ হয়৷ 

Around The Web

Trending News

You May like