২৫০ টাকার বিনিময়ে ৭ জনের সঙ্গে সঙ্গম! ফাঁস রাজধানীর যৌন কারবার

নয়াদিল্লি: রাজধানীতে মধুচক্রের হদিশ পেল পুলিশ৷ গ্রেপ্তার ৭ পুরুষ ও ৩ জন মহিলা৷ পুলিশ ও দিল্লি মহিলা কমিশনের যৌথ উদ্যোগে চলে অভিযান৷ দিল্লির আমান বিহারের ঘটনা৷ ১৮১ নম্বরে একটি ফোন পেয়ে অভিযানে নেমে দিল্লি মহিলা কমিশনের সদস্যরা৷ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত হন, ওই একলাকার একটি বাড়িতে দিনের আলোতেই চলে যৌন ব্যবসা৷ সকাল সাড়ে

২৫০ টাকার বিনিময়ে ৭ জনের সঙ্গে সঙ্গম! ফাঁস রাজধানীর যৌন কারবার

নয়াদিল্লি: রাজধানীতে মধুচক্রের হদিশ পেল পুলিশ৷ গ্রেপ্তার ৭ পুরুষ ও ৩ জন মহিলা৷ পুলিশ ও দিল্লি মহিলা কমিশনের যৌথ উদ্যোগে চলে অভিযান৷ দিল্লির আমান বিহারের ঘটনা৷

১৮১ নম্বরে একটি ফোন পেয়ে অভিযানে নেমে দিল্লি মহিলা কমিশনের সদস্যরা৷ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত হন, ওই একলাকার একটি বাড়িতে দিনের আলোতেই চলে যৌন ব্যবসা৷ সকাল সাড়ে দশটা নাগাদ ওই বাড়িটিতে চার মহিলাকে ঢুকতে দেখেন তদন্তকারীরা৷

এর পরই দেখা যায় মোটরবাইক ও স্কুটারে করে বিভিন্ন বয়সের পুরুষ সেই বাড়িটিতে আসছে৷ এর পরই পুলিশকে খবর দেন দিল্লি মহিলা কমিশনের সদস্যরা৷ দুপুরে পুলিশ এসে ওই বাড়িতে হানা দেয়৷ সাতজন পুরুষ ও তিনজন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটিতে এক জন মহিলার অন্তত ৭ জন করে খদ্দের সামলাতেন৷ খদ্দের পিছু ২৫০ টাকা করে দেওয়া হত মহিলাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =