নয়াদিল্লি: বিবিধের মাঝে একতার বার্তা দিয়ে অযোধ্যার মামলার রায় প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ অযোধ্যা মামলার রায়ের বার্লিন প্রাচীর ভেঙে মিলনের তুলনাটানলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘‘আদালতের রায় ভারতকে অনেকটাই এগিয়ে দিল৷ আদালতের রায় খোলা মনে স্বীকার করে নিয়েছে গোটা দেশ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের বৈশিষ্ট্য৷ আদালতের দিকে তাকিয়ে ছিল ১৩০ কোটি দেশবাসী৷ দেশের গণতন্ত্র কতটা মজবুত, দেখল গোটা বিশ্ব৷ একটা পরিবারের মধ্যে সমস্যা মেটানোই কত বড় কঠিন হয়ে দাঁড়ায়৷ কিন্তু আজ এত বড় একটা সমস্যা মিটিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট৷ এই রায় অভিনন্দন পাওয়ার যোগ্য৷’’
#WATCH Prime Minister Narendra Modi: Supreme Court listened to all the sides during the hearings of this case with utmost patience & it is a matter of happiness for the entire country that the decision came with the consent of all. #AyodhyaJudgment pic.twitter.com/kWiiA0ZHSq
— ANI (@ANI) November 9, 2019
বার্লিন প্রাচীর ভেঙে দু’দেশের মিলনের সঙ্গে অযোধ্যা মামলার রায়ের তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ ৯ নভেম্বর৷ এই দিনটি সেই দিন, যখন বার্লিনের পাঁচিল ভাঙা হয়েছিল৷ দুটো বিপরীত ধারাকে এক জোট হয়ে নতুন সংকল্প রচনা করেছিল৷ আজ সেই ঐতিহাসিক দিনে কার্তারপুর করিডোর উদ্বোধন হয়েছে৷ যেটা ভারত-পাকিস্তান উভয়ের গর্ব৷ আজ অযোধ্যার ঐতিহাসিক রায়ও গোটা দেশকে মিলিয়ে দিয়েছে৷ আমাদের প্রথম লক্ষ্য, গোটা দেশকে এক সঙ্গে নিয়ে চলা৷ সবাই মিলেমিশে চলাটা আমাদের প্রথম লক্ষ্য৷’’
PM Narendra Modi: There is no place for fear, bitterness and negativity in ‘New India’. https://t.co/DovrrmcIrB pic.twitter.com/qtn0h5MiqI
— ANI (@ANI) November 9, 2019
PM Modi: Today is 9th November, the day when Berlin wall was brought down. Today the #KartarpurCorridor was also inaugurated. Now the Ayodhya verdict, so this date gives us the message to stay united and move forward https://t.co/ugFLOzroE4 pic.twitter.com/fK0Cwc2KG2
— ANI (@ANI) November 9, 2019
মোদি জানান, ‘‘সর্বোচ্চ আদালতের এই নির্দেশ বার্তা দিয়েছে, কঠিন থেকে কঠিনতম জটিলতাও সংবিধানের মধ্যেই দিয়ে সমাধান করা যায়৷ আজ সুপ্রিম কোর্টের এই রায় নতুন ইতিহাস রচনা করল৷ সর্বোচ্চ আদালতের এই রায় মধ্য দিয়ে আমরা আসুন নতুন ভারত গঠন করি৷ এই রায় প্রত্যেক নাগরিকের রাষ্ট্র নির্মাণের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে৷’’