মহারাষ্ট্রে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ? বিদেশযাত্রা ছাড়াই আক্রান্ত ৭১%

মহারাষ্ট্রে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ? বিদেশযাত্রা ছাড়াই আক্রান্ত ৭১%

মুম্বই: তবে কি দেশে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ সত্যিই শুরু হতে গেল? এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। ইতিমধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। তবে এবার আশঙ্কা করা হচ্ছে যে মহারাষ্ট্রে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। কারণ সেখানে ওমিক্রন আক্রান্তের ৭১ শতাংশের কোনও বিদেশ যাত্রার ইতিহাস নেই! বৃহন্মুম্বই পুরনিগম জানাচ্ছে, মুম্বইয়ে ওমিক্রন আক্রান্তদের মধ্যে ১৪১ জনেরই বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। মহারাষ্ট্রে আপাতত মোট ওমিক্রন আক্রান্ত ১৯৮ জন।

জানা গিয়েছে, যে হারে মহারাষ্ট্র তথা মুম্বইয়ে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে মনে করা হচ্ছে আগামী দিনে ওমিক্রন আরও ব্যাপক হারে বেড়ে যাবে। এখনই প্রায় ৩৭৫ জনের নমুনা জিনোম সিক্যুয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে। আগামী ৫-৬ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে এবং তারপরেই বোঝা যাবে আরও কতজন আক্রান্ত হল। বিএমসি আরও জানিয়েছে, যে ১৪১ জন ওমিক্রন আক্রান্তের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই, তাঁদের মধ্যে ৯৩ জনের দু’টি টিকাই নেওয়া রয়েছে। ৩ জন নিয়েছেন একটি করে টিকা। আক্রান্তদের মধ্যে ৯৫ জন উপসর্গহীন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রেই।

অন্যদিকে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করল৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। প্রায় প্রতিটি রাজ্যে বেড়েছে পডেটিভিটি রেট৷ পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। স্বস্তির বিষয় হল, গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =