দেশরক্ষার কাজে বন্ধুক ধরলেন কর্নেল ধোনি

নয়াদিল্লি: দল থেকে ছুটি নিয়ে দেশসেবায় নামলেন মহেন্দ্র সিং ধোনি৷ অ্যাসল্ট রাইফেল হাতে এবার সীমান্ত রক্ষায় নামবেন ধোনি৷ তাও আবার নিত্য জঙ্গি হামলায় বিপর্যস্ত কাশ্মীরে৷ টানা ১৫ দিন সেনার ডিউটিতে থাকবেন ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি৷ ইতিমধ্যেই ব্যাটালিয়নে যোগ দিয়েছেন ধোনি৷ ভিক্টর ফোর্সের অংশ হিসেবে তাঁর ব্যাটালিয়ন আপাতত কাশ্মীরে কর্মরত৷ ৩১ জুলাই

দেশরক্ষার কাজে বন্ধুক ধরলেন কর্নেল ধোনি

নয়াদিল্লি: দল থেকে ছুটি নিয়ে দেশসেবায় নামলেন মহেন্দ্র সিং ধোনি৷ অ্যাসল্ট রাইফেল হাতে এবার সীমান্ত রক্ষায় নামবেন ধোনি৷ তাও আবার নিত্য জঙ্গি হামলায় বিপর্যস্ত কাশ্মীরে৷ টানা ১৫ দিন সেনার ডিউটিতে থাকবেন ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি৷

ইতিমধ্যেই ব্যাটালিয়নে যোগ দিয়েছেন ধোনি৷ ভিক্টর ফোর্সের অংশ হিসেবে তাঁর ব্যাটালিয়ন আপাতত কাশ্মীরে কর্মরত৷ ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের প্যারা ট্রুপের সঙ্গী হবেন ধোনি৷ তাঁকে টহলদারি, গার্ড ও পোস্ট ডিউটির মতো কাজ করানোর জন্য অনুরোধ করেছেন সেনা আধিকারিকরা৷ ইতিমধ্যে এই কাজগুলির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে শুরু করেছেন ধোনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =