হাথরসকাণ্ডে CBI তদন্তের সুপারিশ যোগীর, ‘উত্তম’ প্রদেশে ‘সর্ষের মধ্যে ভূত’?

হাথরসকাণ্ডে CBI তদন্তের সুপারিশ যোগীর, ‘উত্তম’ প্রদেশে ‘সর্ষের মধ্যে ভূত’?

 

নয়াদিল্লি: অবশেষে হাথরাস-কাণ্ডে পিছু হঠল যোগী প্রশাসন৷ সিট গঠনের পর এবার গোটা ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই হাথরসকাণ্ডে পুলিশ সুপার-সহ ৩ আধিকারিককে সাসপেন্ড করেছে যোগীর প্রশাসন৷ শুক্রবার রাতে বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়৷ নির্যাতিতার পরিবারের সঙ্গে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়ার সাক্ষাতের পর সিবিআই তদন্তের সুপারিশ করলেন যোগী আদিত্যনাথ৷

কিন্তু, হঠাৎ কেন এই সুপারিশ? সিট গঠন, পুলিশ সুপার-সহ ৩ আধিকারিককে সাসপেন্ডের পর সিবিআই তদন্তের সুপারিশ কি পুলিশি তদন্তের ব্যর্থতা? পুলিশের উপর কি কোনও আস্থা নেই মুখ্যমন্ত্রী? না কি, সর্ষের মধ্যে ভূত? হাথরাস-কাণ্ডে নিয়ে উঠছে নানান প্রশ্ন৷ যদিও, এর আগেও পুলিশের ভূমিকা নিয়ে গোটা দেশজুড়ে উঠেছিল প্রশ্ন৷ হাতরাসে ধর্ষিতার দেহ জোর করে দাহ করে দেওয়ারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে৷ প্রথমে গণধর্ষণের অভিযোগ নিতে গড়িমসি করার পর বুধবার রাতে ধর্ষিতার পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রেখে তরুণীর মৃতদেহ দাহ করার অভিযোগ ওঠে যোগীর পুলিশের বিরুদ্ধে৷ পুলিশের এই ভূমিকা ঘিরে নতুন করে তৈরি হয় বিতর্ক৷ এই ঘটনার প্রতিবাদে স্থানীয়দের সতস্ফুর্ত আন্দোলনের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় যোগীর পুলিশ৷

গণধর্ষণের ঘটনায় ১৮ দিন পুলিশের শীর্ষকর্তার দাবি ঘিরেও নতুন করে তৈরি হয় বিতর্ক৷ নির্যাতিতার শরীরে কোনও শুক্রানু পাওয়া যায়নি বলেও দাবি করেন উত্তরপ্রদেশ পুলিশের এডিজি৷  জানিয়েছেন, ওই তরুণীর শরীরে কোনও শুক্রাণু পাওয়া যায়নি৷ ফলে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল, তার প্রমাণ নেই৷ পুলিশকে বদনাম করতে ষড়যন্ত্র করা হচ্ছে৷ ফরেনসিক টেস্টে তরুণীর শরীরে শুক্রাণু পাওয়া যায়নি অর্থাৎ তাঁকে কোনভাবেই ধর্ষণ করা হয়েছে তা প্রমাণিত নয়৷ গোটা ঘটনায় যোগী পুলিশ-প্রশাসনের কাছে ব্যাখ্যা তলবও করে হাইকোর্ট৷ নির্যাতিতার বাড়িতে গিয়ে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ ওঠে খোদ জেলা শাসকের বিরুদ্ধে৷ বেশি বাড়াবাড়ি করলে ক্ষতিপূরণ মিলবে না বলেও হুমকি দিয়ে আসেন জেলা শাসক৷ হুমকি দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখোমুখি যোগীর প্রশ্ন৷ উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে প্রশ্ন তুলে ইতিমধ্যেই মাঠে নেমেছে কংগ্রেস৷ সামনেই আবার বিহার বিধানসভা নির্বাচন৷ উত্তরপ্রদেশের বিতর্ক ঝড় বিহার নির্বাচনেও পড়তে পারে, সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কি এবার সিবিআইয়ের হাতে মামলা তুলে দেওয়ার সুপারিশ? প্রশ্ন উঠছে নানা মহলে৷

আজ সন্ধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী৷ রাহুল ও প্রিয়াঙ্কা, অধীর চৌধুরী সহ পাঁচ কংগ্রেস নেতাকে হাথরাসে নির্যাতিতার পরিবারের কাছে পৌঁছে যান৷ আজ দুপুরে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে ৩৫ জন কংগ্রেস সাংসদকে নিয়ে হাথরাসের দিকে রওনা হন৷ তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সীমান্তে এসে পৌঁছয় কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক৷ কিন্তু তাঁদের রাজ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়নি৷ পরে তাঁদের অনুমতি দেওয়া হয়৷

 

বৃহস্পতিবারও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ তাঁদের আসার আগে জারি করা হয় ১৪৪ ধারা৷ যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁদের পথ আটকায় যোগী রাজ্যের পুলিশ৷ এমনকী রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতেও ফেলে দেওয়া হয়৷ পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ৷ দু’দিন পর এদিন ফের হাথরাসের পথে রওনা দেন তাঁরা৷ এদিন সকালে টুইট করে রাহুল বলেন,  ‘‘পৃথিবীর কোনও শক্তি হাথরাসে ওই অসহায় পরিবারের সঙ্গে দেখা করা থেকে আমাকে আটকাতে পারবে না৷’’

রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও হাথরাসে দলিত পরিবারের সঙ্গে এদিন দেখা করবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের নেতারা৷ এর আগে হাথরাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদদেরও৷ এদিন ওই দলিত পরিবারের সঙ্গে দেখা করেছেন উত্তরপ্রদেশ পুলিশের দুই শীর্ষ কর্তা৷ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তাঁরা৷

অন্যদিকে, উত্তরপ্রদেশের এই লজ্জাজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি’র বিরুদ্ধে পথে নামার কর্মসূচি নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন তিনি৷  হাথরাসের ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল চারটের সময় কলকাতার রাজপথে মিছিল করে তৃণমূল। পথে নামবেন স্বয়ং তৃণমূল নেত্রী। মিছিল যাবে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তি পর্যন্ত। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন মিটিং-মিছিল বন্ধ রেখেছেন তৃণমূল নেত্রী। ২১ জুলাই ও ২৮ আগস্ট দলের কর্মসূচি হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। দু’টি কর্মসূচিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছিলেন নেত্রী। কিন্তু দলিত সমাজের উপর বিজেপি শাসিত রাজ্যে যে নির্মম ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =