শহিদ পরিবারকে চাকরি ও ১ কোটির অর্থ সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় শহিদ জওয়ান পরিবারের পাশে দাঁড়ি এক কোটি টাকার আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ৷ এদিনেই ঘটনার নিন্দা জানান তিনি৷ মুখ্যমন্ত্রী কমলনাথ জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলায় এই সন্ত্রাসবাদী আক্রমণকে নারকীয়, বর্বরোচিত হত্যাকাণ্ড বলেছেন। শুক্রবার শহিদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি টুইট করেছেন, “এই

b8f68e3681b464acb7782639dd1482e0

শহিদ পরিবারকে চাকরি ও ১ কোটির অর্থ সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় শহিদ জওয়ান পরিবারের পাশে দাঁড়ি এক কোটি টাকার আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ৷ এদিনেই ঘটনার নিন্দা জানান তিনি৷

মুখ্যমন্ত্রী কমলনাথ জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলায় এই সন্ত্রাসবাদী আক্রমণকে নারকীয়, বর্বরোচিত হত্যাকাণ্ড বলেছেন। শুক্রবার শহিদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি টুইট করেছেন, “এই আক্রমণে জবলপুরের শহিদ অশ্বিনী কুমারের বলিদান আমরা ভুলব না। শহিদের পরিবারকে এক কোটি টাকা, একটি বাড়ি এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এই দুঃখের মুহূর্তে আমরা তাঁদের পাশে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *