নয়াদিল্লি: বন্ধ হোক সালমান খানের বিগ বস-১৩৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি পাঠিয়ে বিগ বস বন্ধ করার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক৷
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুজরাল তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে চিঠি পাঠিয়ে বিগ বস বন্ধ করার আর্জি জানিয়েছেন৷ তাঁর দাবি, বিগ বসের অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতিকে সংস্কৃতির অবমাননা করা হচ্ছে৷ যে ভাষায় প্রতিযোগিতা সরাসরি টিভির পর্দায় তুলে ধরেছেন তা দেশের সংস্কৃতির ভাবাবেগে আঘাত করছে৷ একই সঙ্গে ছোটপর্দায় ঝগড়া-অশান্তি ও মানবাধিকারবিরোধী প্রতিযোগিতা জনসাধারণের মনে বাজে প্রভাব ফেলছে বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ৷ এই মর্মে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে অবিলম্বে বিগবস বন্ধ করার দাবি তুলেছেন৷
Sources: Ministry of Information and Broadcasting is looking into the complaint against ‘Big Boss – 13’ reality show. pic.twitter.com/Vp8o9EiR6p
— ANI (@ANI) October 10, 2019
BJP MLA from Loni (Ghaziabad) in UP, Nand Kishor Gurjar had written to Minister of Information & Broadcasting, Prakash Javadekar asking him to immediately stop telecast of ‘Bigg Boss-13’ alleging that the show is ‘spreading vulgarity & hurting the social morality of the country’. https://t.co/AKmMpHTaZ5
— ANI (@ANI) October 10, 2019
বিজেপি বিধায়কের এই চিঠি ঘিরে শুরু হয়েছে নয় বিতর্ক৷ যদিও তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এবিষয়ে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ যদিও বিগবসের প্রতিযোগিতায় ভাষা ব্যবহার ও আচার-আচরণ ও খেলার ধরন নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন৷ কেননা, গোটা একঘণ্টার এপিসোড ঝগড়া অশান্তি ও কড়া প্রতিযোগিতা দেখতে দেখতে কার্যত অতিষ্ট হয়ে পড়েছেন দর্শকদের একাংশ৷ ফলে বিজেপি বিধায়কের এই দাবিকে অনেকেই সমর্থন জানিয়েছেন৷ তবে বিপক্ষে মতামত তৈরি হয়েছে যথেষ্ট৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিগ বস ঘিরে শুরু হয়েছে তরজা৷