যৌন হেনস্থা মামলায় প্রধান বিচারপতিকে ক্লিনচিট

নয়াদিল্লি: যৌন হেনস্থা মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টের ৩ কমিটির বিশেষ প্যানেল। ওই কমিটি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার স্বপক্ষে কোনও প্রমাণ পায়নি। সোমবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির অভ্যন্তরীণ প্যানেল জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন ওই মহিলা কর্মীর অভিযোগের সারবত্তা নেই। ওই প্যানেলের প্রধান এস এ বোবদে। বাকি দুই বিচারপতি হলেন ইন্দু

যৌন হেনস্থা মামলায় প্রধান বিচারপতিকে ক্লিনচিট

নয়াদিল্লি: যৌন হেনস্থা মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টের ৩ কমিটির বিশেষ প্যানেল। ওই কমিটি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার স্বপক্ষে কোনও প্রমাণ পায়নি।

সোমবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির অভ্যন্তরীণ প্যানেল জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন ওই মহিলা কর্মীর অভিযোগের সারবত্তা নেই। ওই প্যানেলের প্রধান এস এ বোবদে। বাকি দুই বিচারপতি হলেন ইন্দু মালহোত্রা ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, প্যানেলের এই রিপোর্ট সিনিয়র বিচারপতি এবং প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। এই রিপোর্টটি প্রকাশও করা হবে। এর আগেই ওই অভিযোগকারিনী মামলা থেকে সরে গিয়েছেন। তিনি বলেছেন, আদালতের পরিবেশ ভীতিপ্রদ।

সম্প্রতি, দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে৷ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ২২ জন বিচারপতির কাছে হলফনামা জমা দেন এক মহিলা৷ গত ২০ এপ্রিল ছিল সেই মামলার শুনানি৷ শুনানিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি৷ অভিযোগ মিথ্যে বলে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল৷

সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি হয়৷ ২০ বছরের কর্মজীবনে কখনও এমন অভিযোগের মুখে পড়তে হবে তা কল্পনাও করতে পারছেন প্রধান বিচারপতি৷ এই এজলাসের মধ্যেই আক্ষেপ প্রকাশ করেন গগৈ৷ কর্মজীবনের নিষ্ঠার প্রসঙ্গ তুলে জানান, তাঁর পিওনও তাঁর থেকে বেশি সম্পত্তির মালিক৷ বিচার বিভাগের গায়ে কালী ছেটাতেই ইচ্ছাকৃত ভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি৷ মামলার খতিয়ে দেখতে গড়া হয় তদন্ত কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *