ইম্ফল: লিসিপ্রিয়া কাঙ্গুজাম। মনিপুরের এক খুদে পরিবেশকর্মী৷ তাঁর বয়সের মেয়েরা যখন খেলাধূলায় ব্যস্ত৷ তখন পরিবেশ নিয়ে লড়াই চালাচ্ছেন তিনি৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের #SheInspiresUs -এর মাধ্যমে সম্প্রতি তার কাজের কথা তুলে ধরা হয়৷ তাঁর কাজের জন্য লিসিপ্রিয়াকে সম্মানও জানাতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তার দাবি পূরণ না হওয়ায় প্রধানমন্ত্রীর ডাকেও সাড়া দিলেন না খুদে লিসি৷
ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস শিবিরের বিরুদ্ধেও৷ তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে আমাকে হাতিয়ার করেছে কংগ্রেস৷ দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে লিসিপ্রিয়ার কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পরই ক্ষোভ উগড়ে দেন তিনি৷ কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়, ‘নারী শক্তি নিয়ে প্রধানমন্ত্রীর ভন্ডামীর যোগ্য জবাব দিয়েছেন সাহসী পরিবেশকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম৷’ এর পরই পাল্টা জবাব দেন লিসি৷ তিনি বলেন, ‘‘আপনারা আমার প্রতি সমব্যাথী৷ কিন্তু আপনারা বলতে পারেন আপনাদের কতজন মন্ত্রী লোকসভা বা রাজ্যসভায় আমার স্বপ্নগুলি তুলে ধরবেন?’’
পরিবেশ বাঁচানোর জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন লিসিপ্রিয়া। ২০১৯ সালে পেয়েছে এপিজে আব্দুল কালাম শিশু পুরস্কার। বিশ্ব শিশু শান্তি পুরস্কার এবং ভারতের শিশু শান্তি পুরস্কারও রয়েছে তার ঝুলিতে৷ মহিলাদের কথা প্রকাশ্যে আনার জন্য সম্প্রতি #SheInspiresUs প্রচার শুরু করে মোদী সরকার৷ শুক্রবার সেই প্রচারের অংশ হিসেবেই ভারত সরকার তাদের ট্যুইইটার হ্যান্ডেলে শেয়ার করে ৮ বছরের লিসিপ্রিয়া কাঙ্গুজামের কথা। কিন্তু কেন্দ্রের ট্যুইটের জবাবে লিসি বলেন, “প্রিয় নরেন্দ্র মোদী জি, আমার আওয়াজ আপনাদের কাছে না পৌঁছলে আমায় সম্মানিত করবেন না। #SheInspiresUs উদ্যোগে আমায় মনোনিত করার জন্য ধন্যবাদ। অনেক ভেবেই এই সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জয়হিন্দ৷”
OK @INCIndia. You feel sympathy for me. It’s ok. Let’s comes to the point. How many of your MPs going to put up my demands in the ongoing Parliament Session both in Lok Sabha & Rajya Sabha?
I also don’t want you to use my name just for twitter campaign? Who is listening my voice? https://t.co/ms54F9MnQt— Licypriya Kangujam (@LicypriyaK) March 7, 2020
খানিক আক্ষেপের সুরেই লিসি বলেন, “আমি বিশ্বাস করি, এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তই সরকারকে বাধ্য করবে আমার দাবিগুলো নিয়ে ভাবতে৷ আমাকে এর আগে একবারও ডাকা হয়নি। আমার দাবি জানতে চাওয়া হয়নি, আলোচনার জন্যেও ডাকা হয়নি। আমাদের দেশের নেতারা জলবায়ুর পরিবর্তনকে যথেষ্ট গুরুত্বই দেন না, সেটাই সবচেয়ে দুঃখের বিষয়৷’’