ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, ‘সুপ্রিম’ হস্তক্ষেপে এই রাজ্যে স্থগিত একাদশ শ্রেণির পরীক্ষা

ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, ‘সুপ্রিম’ হস্তক্ষেপে এই রাজ্যে স্থগিত একাদশ শ্রেণির পরীক্ষা

9125b4f7274049943065adafb52c597b

নয়াদিল্লি: দেশের করোনা ভাইরাস পরিস্থিতি আপাতত সবথেকে বেশি চিন্তার জায়গায় পৌঁছে যাচ্ছে একটিমাত্র রাজ্যের জন্য, সেটি হল কেরল। কারণ দেশের করোনা সংক্রমণের অধিকাংশই এই রাজ্যের। এককথায়, ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। এই আবহে আগামী ৬ সেপ্টেম্বর, সোমবার থেকে রাজ্যে শুরু হওয়ার কথা ছিল একাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সেই পরীক্ষা স্থগিত করে দিয়েছে। এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত। কেরলের করোনা পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন- কেরল নিয়ে চিন্তা কমছে না, বাড়ছে দেশের অ্যাক্টিভ কেস

বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে সুপ্রিম বিচারপতি জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই কেরলে দিন প্রতি ৩০ হাজারের বেশি করোনা আক্রান্ত হচ্ছে। যখন এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছিল তখন কি এই হিসেব করে দেখা হয়নি যে আগামী দিনে পরিসংখ্যান কী দাঁড়াতে পারে, প্রশ্ন তোলে আদালত। আরও বলা হয় যে, কেরলের স্বাস্থ্য পরিকাঠামো দেশের সেরা, কিন্তু তাতেও সেখানে করোনায় লাগাম টানা সম্ভব হচ্ছে না। তাই এই সময় পরীক্ষা নিয়ে বা পড়ুয়াদের স্কুলে পাঠিয়ে তাঁদের জীবনে ঝুঁকি বাড়ানো ঠিক হবে না বলেই মন্তব্য বিচারকদের। তাই এক সপ্তাহের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- ‘দিদিকে বলো’-কে অনুসরণ বিপ্লবের! নতুন কৌশল ত্রিপুরার জন্য

প্রসঙ্গত, শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৩৫২ জন। আর কোভিডে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। এদিকে জানা গিয়েছে, দেশের মোট আক্রান্তের সংখ্যার প্রায় ৭৫ শতাংশের বেশি কেরলের। সে রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।  দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষের বেশি। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৯১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন। মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৬১৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *