তিরুবনন্তপুরম: বিশ্বকাপ ‘জ্বরে’ কী ভাবে আক্রান্ত ছিল কেরল তা আলাদা করে বলতে হবে না। ব্রাজিল, আর্জেন্টিনার জন্য যেন এই রাজ্য হয়ে উঠেছিল দ্বিতীয় ঘর। নেইমার, মেসিদের নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল কেরলবাসীর। বিশ্বকাপ চলাকালীন একাধিকবার বিভিন্ন ঘটনার কথা জানা গিয়েছিল যেখানে পরস্পর বাকবিতণ্ডায় জড়িয়েছেন দুই দলের সমর্থকরা। মেসিদের বিশ্বকাপ জয়ের রাতও সংঘর্ষ থেকে বাদ গেল না। নীল-সাসা জার্সিধারীদের বিশ্বজয়ের পর কেরলের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ছড়াল।
আরও পড়ুন- নয়াদিল্লি অগ্নি-পরীক্ষার চিন্তা ভাবনা শুরু করতেই ভারত মহাসাগরে শুরু চিনা গুপ্তচর জাহাজ!
জানা গিয়েছে, কান্নুর থেকে শুরু করে কোচি, সব জায়গায় ঝামেলা হয়েছে। কান্নুরে দুটি গোষ্ঠীর ঝামেলার সময় তিনজন ছুরিকাহত হয়েছেন। ওদিকে কোচিতে একাধিক পুলিশকর্মী আহত হন। আসলে মেসিদের বিশ্বকাপ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরেই কেরলে একাধিক জায়গা থেকে বিজয় মিছিল বের হয়। সেই মিছিলকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল। জানা যায়, জয় উদযাপনের সময় অন্য দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একে ওপরকে খোঁচা, কটাক্ষ করা থেকেই যার উৎপত্তি। পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির সময় তিনজন ছুরিকাহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে কোল্লামে এক কিশোরের আচমকা মৃত্যু হয়েছে বলেও খবর। মেসিদের জয় উদযাপনের সময় পি অক্ষয় নামে এক কিশোর মৃত্যুর কোলে ঢোলে পড়ে। খবর পাওয়া গিয়েছে, কোল্লাম জেলার লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে খেলা দেখে সে ফিরছিল। রাস্তাতেই হঠাৎ সে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবার সূত্রে খবর, খেলা দেখতে দেখতেই সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। কিন্তু তার পরিণতি যে এই হবে তা কল্পনা করতে পারেনি কেউই।