শুধুমাত্র শহুরে বিষয় নয়! সমকামী সম্পর্ক নিয়ে মত প্রধান বিচারপতির

শুধুমাত্র শহুরে বিষয় নয়! সমকামী সম্পর্ক নিয়ে মত প্রধান বিচারপতির

cji

নয়াদিল্লি: সমলিঙ্গ সম্পর্ক নিয়ে আজ বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সম্পর্কে স্বীকৃতি দিয়েছে দেশের শীর্ষ আদালত তবে বিয়ের পক্ষে রায় দেয়নি। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে যাবতীয় পদক্ষেপ করতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তবে সমকামী সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গিয়েছে প্রধান বিচারপতিকে। তিনি বলেছেন, শুধুমাত্র শহুরে ধারণা নয় সমকামিতা। 

এদিন এই ঐতিহাসিক মামলার রায় দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, সমকামিতা কোনও শহুরে ধারণা নয় এমনকি শুধুমাত্র সমাজের উচ্চ শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ নয়। জাত বা শ্রেণি, আর্থিক অবস্থা নির্বিশেষে একজন ব্যক্তি সমকামি হতে পারেন। অন্যদিকে বিবাহে যে বিবর্তন আসে না, এমনটাও নয়। বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিবাহকে স্থির এবং অপরিবর্তনীয় প্রতিষ্ঠান বলা ভুল হবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার পাশাপাশি সমকামীদের যে নানা জায়গায় হেনস্থার শিকার হতে হয়, তা নিয়েও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। বলা হয়েছে, সমকামী কিংবা এলজিবিটিকিউ সম্প্রদায়ের যে কোনও মানুষকেই হেনস্থা বন্ধ করতে হবে। 

এর আগে কেন্দ্রের সরকারের তরফে দাবি করা হয়েছিল, সমকামী বিবাহ নিতান্তই শহুরে অভিজাত সমাজের ভাবনা। কেন্দ্রের পাশাপাশি, অসম, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সরকার সমলিঙ্গে বিয়ের আইনি বৈধতার দাবির বিরোধিতা করেছে। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুরু থেকেই এই বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি জানান, সমকামিতা যে কেবল শহুরে বিষয়, এমন কোনও পরিসংখ্যান আপাতত নেই। আর সমকামী সম্পর্ক যে শুধুমাত্র শারীরিক এমনটা নয়, মানসিকও।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =