৫১ লক্ষ টাকার বাইকে সওয়ার দেশের প্রধান বিচারপতি! ভাইরাল ছবি

৫১ লক্ষ টাকার বাইকে সওয়ার দেশের প্রধান বিচারপতি! ভাইরাল ছবি

নয়াদিল্লি: বিচারক মানেই সাদা শার্ট-পান্ট আর কালো কোর্ট পরা একটি মানুষের ছবি ভেসে ওঠে আমাদের চোখের সামনে৷ কিন্তু এদিন অন্য এক রূপে ধরা দিলেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে৷ মুহূর্তে অন্তর্জালে ভাইরাল সেই ছবি৷ 

সম্প্রতি সপ্তাহান্তের ছুটি কাটাতে নাগপুরে গিয়েছিলেন প্রধান বিচারপতি। সেখানেই বহু মূল্যের হার্লে ডেভিডসনে সওয়ার হন দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে। আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কালো রংয়ের টি-শার্ট ও প্যান্ট পরে বাইকে বসা তাঁর ছবি নেটিজেনদের নজর কেড়ে নেয়। ছবিতে দেখা যায়, বাইকে বসে রয়েছেন প্রধান বিচারপতি৷ আর তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ৷ বার অ্যান্ড বেঞ্চ টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করা হয়েছে৷ 

ছোট থেকেই বাইকের প্রতি ভালোবাস তাঁর৷ প্রধান বিচারপতির আসনে বসার পর একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি৷ একটি বুলেটও রয়েছে তাঁর৷ গত বছর হার্লে ডেভিডসনেরই টেস্ট ড্রাইভ করার সময় দুর্ঘটনায় জখম হয়েছিলেন প্রদান বিচারপতি৷ গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি৷ দীর্ঘদিন বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে৷ করতে পারেননি আদালতের কাজ৷ কিন্তু তা সত্ত্বেও তাঁর বাইকপ্রীতি যে এতটুকু কমেনি, এদিন ছবিই তাঁরই প্রমাণ৷ 

রবিবার নাগপুরের একটি শো-রুমে গিয়ে হার্লে ডেভিডসনের লিমিটেড এডিশিন ‘সিভিও ২০২০’ বাইকটি চালিয়ে দেখেন দেশের ৪৭ তম প্রধান বিচারপতি৷ জানা গিয়েছে , ‘সিভিও ২০২০’ লিমিটেড এডিশিন বাইক। অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম সিভিও ২০২০-র অন্যতম বৈশিষ্ট্য। বাইকটির ওজন ৪২৮ কেজি।  ইঞ্জিনের ক্ষমতা ১৯২৩ সিসি। প্রতি লিটারে ১৭ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। ভারতের বাজারে দাম প্রায় ৫১ লক্ষ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =