নাগরিক আইন: বিস্ফোরক সেনা প্রধানপ্রধান, ভয়ংকর ইঙ্গিত দেখছে বিরোধী শিবির!

নাগরিক আইনের প্রতিবাদে দেশজুড়ে চলতে থাকা বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেশের সেনাপ্রধান৷ নাম না করে আন্দোলনের নেতাদের নিশানা সেনাপ্রধান বিপিন রাওয়াতের৷ পাল্টা আক্রমণ বাম-কংগ্রেস ও এমআইএমের৷ পাল্টা বিরোধীদের আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের৷

নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে দেশজুড়ে চলতে থাকা বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেশের সেনাপ্রধান৷ নাম না করে আন্দোলনের নেতাদের নিশানা সেনাপ্রধান বিপিন রাওয়াতের৷ পাল্টা আক্রমণ বাম-কংগ্রেস ও এমআইএমের৷ পাল্টা বিরোধীদের আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের৷

আজ একটি অনুষ্ঠানে সেনাপ্রধান সাফ জানিয়ে দেন, হিংসায় মদত দিলেই নেতা হওয়া যায় না৷ আন্দোলনের নামে পড়ুয়ারা বিভিন্ন শহরে হিংসা ছড়িয়েছেন৷ যাঁরা আন্দোলনকে ভুল পথে চালনা করছেন, তাঁরা আর যাই হোক, নেতা নন৷

সেনাপ্রধান বিপিন রাওয়াতের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সরগরম জাতীয় রাজনীতির ময়দান৷ সেনাপ্রধানকে নিশানা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির৷ তাঁর মন্তব্য, ভারত কী পাকিস্তান? পাকিস্তানের মতো ভারতের সেনাপ্রধান কি জাতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করবেন? এটা ভয়ংকর ইঙ্গিত৷ ইয়েচুরির প্রশ্ন, মোদির আমলে সেনা কি এবার রাজনীতিতে নাক গলাবে?

সেনা প্রধানকে বিঁধেছেন এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷ জানিয়েছেন, দপ্তরের সীমা লঙ্ঘন করা ঠিক নয়৷ আপনার নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানটি আগে রক্ষা করুন৷ সেনাপ্রধানের মন্তব্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছে কংগ্রেস৷

সেনাপ্রধানকে নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব একাই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ৷ দায়িত্ব দিয়ে গিরিরাজ আক্রমণ শানিয়ে জানিয়েছেন, পাকিস্তানের এজেন্ট ওয়েসি৷ ওদের সাহায্য করছে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যা, কেজরিওয়াল ও বামেদের গ্যাং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *