নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব, নামল সেনা, কার্ফু

অসম: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ অসমে৷ আগুন জ্বলছে গোটা উত্তর-পূর্ব ভারতে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ কোম্পানি সেনা নামানো হয়েছে অসমে৷ গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু৷ বন্ধ ইন্টারনেট৷ ইতিমধ্যেই অসম পরিস্থিতি নিয়ে উত্তাল রাজ্যসভা৷ আজ সন্ধ্যায় অসমের দিসপুরের জনতা ভবনের সামনে বিক্ষোভ স্থানীয়দের৷ জনতার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠি, গুলি, কাঁদানে গ্যাস পুলিশের৷ পাল্টা বোমাবাজি৷ পুলিশ ও

নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব, নামল সেনা, কার্ফু

অসম: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ অসমে৷ আগুন জ্বলছে গোটা উত্তর-পূর্ব ভারতে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ কোম্পানি সেনা নামানো হয়েছে অসমে৷ গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু৷ বন্ধ ইন্টারনেট৷ ইতিমধ্যেই অসম পরিস্থিতি নিয়ে উত্তাল রাজ্যসভা৷

আজ সন্ধ্যায় অসমের দিসপুরের জনতা ভবনের সামনে বিক্ষোভ স্থানীয়দের৷ জনতার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠি, গুলি, কাঁদানে গ্যাস পুলিশের৷ পাল্টা বোমাবাজি৷ পুলিশ ও সেনার দমনপীড়নের প্রতিবাদে জ্বালানো হয় বাস৷ পুলিশ-জনতার সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সেনা মোতায়েতন হয়েছে৷ শেষ হওয়া খবর অনুযায়ী ২০ কোম্পানির বাহিনী মোতায়েন করা হয়েছে৷ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ৷ ক্ষোভ রুখতে আজ সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টা ডিব্রুগড়-কামরুপ সহ রাজ্যের ১০টি জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন৷ আগামী দু’দিনের জন্য অসমগামী ১২টি ট্রেন বাতিল করার ঘোষণা করেছে রেল৷ আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন রেল রোকো অভিযান রয়েছে অসমে৷ গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =