ভেস্তে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল! চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

জ্বলছে উত্তর-পূর্ব ভারত৷ জারি কার্ফু৷ সেনার ফ্ল্যাগমার্চ৷ বন্ধ ইন্টারনেট৷ জারি বিক্ষোভ-প্রতিবাদ৷ উত্তর-পূর্বের বিক্ষোভ ইতিমধ্যেই ছড়িয়ে দেশেও৷ কিন্তু, ক্ষোভ-বিক্ষোভ-প্রতিবাদ সত্ত্বেও লোকসভার পর রাজ্য সভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল৷ এবার সেই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা৷ দায়ের রিট পিটিশন৷ সুপ্রিম কোর্টে যেতে পারে কংগ্রেসও৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মামলা দায়ের সুপ্রিম কোর্টে৷ মামলা লড়তে পারেন

ভেস্তে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল! চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

জ্বলছে উত্তর-পূর্ব ভারত৷ জারি কার্ফু৷ সেনার ফ্ল্যাগমার্চ৷ বন্ধ ইন্টারনেট৷ জারি বিক্ষোভ-প্রতিবাদ৷ উত্তর-পূর্বের বিক্ষোভ ইতিমধ্যেই ছড়িয়ে দেশেও৷ কিন্তু, ক্ষোভ-বিক্ষোভ-প্রতিবাদ সত্ত্বেও লোকসভার পর রাজ্য সভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল৷ এবার সেই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা৷ দায়ের রিট পিটিশন৷ সুপ্রিম কোর্টে যেতে পারে কংগ্রেসও৷

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মামলা দায়ের সুপ্রিম কোর্টে৷ মামলা লড়তে পারেন কপিল সিব্বল৷ কেন্দ্রের আনা নাগরিকত্ব সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ৷ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল আইনে পরিণত হতে দেওয়া হবে না৷ জানিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের তরফে৷

অন্যদিকে, বুধবার রাতে রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি৷ বিপক্ষে ১০৫টি ভোট৷ পাত্তা পায়নি তৃণমূলের আনা সংশোধনী৷ নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল বিলের পক্ষে ভোট দিয়েছে৷ বিজেপিকে সহযোগিতা করে উদ্ধব থ্যাকারের শিবসেনার ভোট বয়কট৷

লোকসভার পর রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বিল ঐতিহাসিক৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মতে, গণতন্ত্রের পক্ষে কালো দিন৷

লোকসভা ও রাজ্যসভায় বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ আইনে পরিণত হবে৷ আইনে হলে,২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন৷ তবে, ভারতে ৫ বছর থাকতে হবে তাঁদের৷ নাগরিকত্ব পেতে প্রয়োজন হবে না কোনও নথির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 8 =