ভুবনেশ্বর: করোনা প্রতিষেধক আসার পর কী ভাবে তা জনগণের মধ্যে বণ্টন করা হবে? এর জন্য কত টাকা ব্যয় করতে হবে? তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশবাসীর মনে৷ প্রশ্ন তুলেছেন বিরোধীরাও৷ বিশেষত বিহারে বিজেপি’র নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতির পরই চাপ বাড়াতে শুরু করেছেন বিরোধী নেতারা৷ প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দিতে হবে, সেই দাবি উঠেছে৷ এই চাপের মুখেই রবিবার সমগ্র দেশবাসীকে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী৷
আরও পড়ুন- হিন্দুত্ব প্রশ্নে রাজ্যপালকে একহাত মুখ্যমন্ত্রীর, বিঁধলেন কঙ্গনাকে
এই সপ্তাহেই শুরু হচ্ছে বিহার বিধানসভা ভোট৷ বিজেপি তার ইস্তেহারে বিহারে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করতেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে৷ করোনা প্যান্ডেমিক নিয়ে বিজেপি ভোট রাজনীতি করছে বলেও অভিযোগ তোলে বিরোধীরা৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি হিসাবে এই ঘোষণা করা হয়েছে৷ আগামী ৩ নভেম্বর বালাসোরে বিধানসভার উপনির্বাচনের আগে একটি প্রচারসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার সারঙ্গী বলেন, শুধু বিহার নয় দেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর জন্য মাথাপিছু ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে৷ গত ২০ অক্টোবর জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতীয় বিজ্ঞানীরা একাধিক প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে৷ বিভিন্ন পর্যায়ে সেগুলির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ পরীক্ষার ফল আশা জাগাচ্ছে৷ ফলে টিকা এলেই তা বিনামূল্যে পাবে দেশের মানুষ৷
আরও পড়ুন- মধূচক্রের পর্দাফাঁস! ৩ নায়িকাকে উদ্ধার করল মুম্বই পুলিশ
শুধু বিহার নয়, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অসম এবং পুদুচেরীতেও বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ অন্যদিকে সারা দেশের মানুষের জন্য বিনা পয়সায় টিকা দেওয়ার দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ওডিশা প্রসঙ্গে সারঙ্গী বলেন, রাজ্য সরকার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করেছে এবং রাজ্যের মানুষের কাছে টিকা পৌঁছে দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ৷