বাবা পুলিশ, ৯ বছরের মেয়ের আর্তি, আপনারা ঘরে থাকুন

বাবা পুলিশ, ৯ বছরের মেয়ের আর্তি, আপনারা ঘরে থাকুন

ইটানগর:  করোনা মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে  প্রধানমন্ত্রীর মন্ত্র ‘সোশ্যাল ডিস্টেনসিং’৷ করোনা যাতে আর পাখা মেলতে না পারে, তা নিশ্চিত করতে লকডাউন গোটা দেশ৷ দেশের প্রতিটি নাগরিককে বারবার অনুরোধ করা হয়েছে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকুন৷ জমায়েত নয়, এই মুহূর্তের সঙ্গ হোক একাকীত্ব৷

মানুষকে ঘরে রাখার সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন হাজার হাজার পুলিশ কর্মী৷ লকডাউন যাতে সফল হয় তা দেখার দায়িত্ব তো তাঁদেরই৷ মানুষের জীবন সুরক্ষিত করতে, দেশের আইন-শৃঙ্খলা বাজায় রাখতে প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজে বেরচ্ছেন তাঁরা৷ তাঁদের কাছে মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও কিছুর আপোস নয়৷ দেশের পুলিশবাহিনীর এই আত্মত্যাগের কথা হয়তো আমাদের চিন্তাতেই আসে না৷ বহু মানুষ প্রশাসনের কথা অবজ্ঞা করে এখনও পাড়ার মোড়ে আড্ডার ঠেক বসাচ্ছেন৷

করোনার ভয়াবহ রূপ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল নয়, এটা বলা যায় না৷ কিন্তু তাঁরা অনেকাংশেই উদাসীন৷ এহেন জনগণ আরও কঠিন করে তুলছে পুলিশের কাজকে৷ একজন পুলিশকে কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তা হয়তো সবচেয়ে বেশি বোঝে তাঁদের পরিবারের সদস্যরা৷ পুলিশের কাজে সহায্যের আর্জি জানিয়ে সরব হলেন অরুণাচল প্রদেশের ৯ বছরের এক ছোট্ট মেয়ে৷ প্রতিদিন খুব কাছ থেকে সে দেখছে তাঁর বাবার লড়াইকে৷ তাঁর বাবাও যে একজন পুলিশকর্মী৷ তাই দেশবাসীর কাছে তাঁর আবেদন, দয়া করে ঘরে থাকুন৷ আপনারা ঘরে থাকলে ভালো থাকবে পুলিশরাও৷ প্ল্যাকার্ড হাতে তাঁর এই করুন আর্তি ছুঁয়ে গিয়েছে দেশবাসীর মন৷ তাঁর ছবি শেয়ার করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু৷ নিজের ট্যুইটারে পুলিশবাহিনীর ভূয়সী প্রশংসাও করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *