লাগবে না কোনও নথি, এবার আরও সহজ আধার আপডেট

লাগবে না কোনও নথি, এবার আরও সহজ আধার আপডেট

 

নয়াদিল্লি: বর্তমানে প্রায় প্রতি ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক হয়ে গিয়েছে৷ বৈধ পরিচয়পত্র হিসেবেও এখন আধার কার্ড ব্যবহার করা হচ্ছে। এবার আধার আপডেট করা আরও সহজ হয়ে গেল৷ কোনও রকম নথি ছাড়াই ইউজাররা এবার থেকে আধার আপডেট করতে পারবেন বলে জানাল কেন্দ্র৷ নথি ছাড়াই ইউজাররা তাঁদের ছবি, বায়োমেট্রিক, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করতে পারবেন৷ 

আরও পড়ুন- BREAKING: সুখবর! অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন, মেট্রো

 

সম্প্রতি আধারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ‘‘ ছবি, বায়োমেট্রিক, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করার জন্য কোনও ডকুমেন্ট লাগবে না৷ শুধুমাত্র আধার কার্ড নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে গেলেই আধার আপডেট করা যাবে৷’’ আধার আপডেটের জন্য জনৈক ব্যক্তিকে শুধুমাত্র নিকটবর্তী আধার কেন্দ্রে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে৷ তবে নাম-ঠিকানা পরিবর্তনের জন্য অবশ্যই প্রয়োজনীয় নথি জমা দিতে হবে৷ 

সম্প্রতি  আধার আপডেশনের নিয়মে বেশ কিছু বদল এসেছে৷ ইতিমধ্যেই আধার কার্ড সংক্রান্ত  যে কোনও সমস্যার জন্য দেশের বেশ কিছু শহরে আধার সেবা কেন্দ্র চালু করা হয়েছে৷ 
কী ভাবে আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে?

আরও পড়ুন- শেষ ৪ মাসে কত টাকার টিকিট বাতিল হয়েছে? RTI রিপোর্ট রেলের

 

আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য https://appointments.uidai.gov.in/bookappointment.aspx এ যেতে হবে৷ সেখানে গিয়ে লোকেশন সিলেক্ট করে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’ বোতামে ক্লিক করতে হবে৷ এর পর যাবতীয় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে৷ আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে৷ ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম স্লট সিলেক্ট করতে হবে৷ সব শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া পুরোটা সম্পন্ন হবে৷ আধার কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ডও তৈরি করা যাবে৷ সহজেই বদলানো যাবে নাম, ঠিকানা বা জন্মতারিখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =