নয়াদিল্লি: কোভিড রোগীর চিকিৎসার জন্য শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনাভাইরাসের ওষুধ ফ্যাভিপিরাভির৷ বৃহস্পতিবার কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডিস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর তরফে একটি বিজ্ঞপ্ততিতে জানানো হয়েছে, ফ্যাভিপিরাভির ওষুধটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার জন্য প্রস্তুত মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা৷
ফ্যাভিপিরাভির নামক এই অ্যান্টিভাইরাল কোভিড-১৯ রোগীদের দেওয়া হচ্ছে। এটি মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ওষুধ। সমীক্ষায় জানা গিয়েছে এই অ্যান্টিভাইরাল ওষুধটিও করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। এই ওষুধের দাম নির্ধারণের জন্য সিএসআইআর এবং আইআইসিটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি) একটি পদ্ধতি অবলম্বন করেছে৷ অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডেন্ট (এপিআই) সংশ্লেষ করতে তারা স্থানীয়ভাবে উপলব্ধ রাসায়নিকগুলি ব্যবহার করার একটি পদ্ধতি নিয়েছে৷ তাদের তৈরি প্রযুক্তিটি সিপলা ফার্মাসিউটিক্যালের হাতে তুলে দেওয়া হয়েছে৷
এই ওষুধের উৎপাদন শুরু করেছে সিপলা৷ পাশাপাশি ভারতে এই ওষুধটি লঞ্চ করার অনুমোদন চেয়ে ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র সঙ্গে যোগাযোগও করেছে তারা৷ জরুরি ক্ষেত্রে ফ্যাভিপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে ডিসিজিআই৷ তবে কোভিড রোগীদের চিকিৎসার স্বার্থে এই ওষুধটি এখন লঞ্চ করতে চলেছে সিপলা৷ এই বিষয়ে সিএসআইআর-আইআইসিআর এর ডিরেক্টর এস চন্দ্রশেখর বলেন, এই ওষুধ খুবই কার্যকারী৷ এছাড়াও উন্নত প্রযুক্তির সাহায্যে খুব স্বল্প সময়ের মধ্যেই প্রচুর পরিমাণ ওষুধ উৎপাদন করা সম্ভব৷
মৃদু ও মাঝারি উপসর্গের কোভিড রোগীদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ফ্যাভিপিরাভির ব্যবহারে ভালো ফল মিলেছে৷ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, কম দামে ওই ওষুধ বানানোর প্রযুক্তি আবিষ্কার করেছে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা-কে সেই প্রযুক্তি দেওয়া হয়েছে। তারা কোভিড রোগীদের জন্য সাধ্যের মধ্যে সুলভ দামের এই ওষুধটি বাজারে আনছে। আপাতত আপৎকালীন পরিস্থিতিতে এই ওষুধের নিয়ন্ত্রিত ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে।