মুম্বই: রাফাল কেলেঙ্কারি সম্পর্কে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর স্লোগান ‘চৌকিদার চোর হ্যায়’ নিয়ে বেজায় খাপ্পা মহারাষ্ট্রের চৌকাদাররা। এতটাই যে, তাঁরা পুলিসের কাছে অভিযোগ দায়ের করার চিন্তা ভাবনা শুরু করেছেন। নিজেকে দেশের ‘চৌকাদার’ দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মন্তব্যকেই হাতিয়ার করে আক্রমণের স্লোগান করেছেন রাহুল। প্রতিটি জনসভায় রাফাল দুর্নীতি নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে ‘চৌকিদার চোর হ্যায়’ বলেন তিনি। এই নিয়ে ক্ষুব্ধ মহারাষ্ট্র রাজ্য সুরক্ষা রক্ষক ইউনিয়ন।
সম্প্রতি ইউনিয়নের পক্ষ থেকে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স পুলিস স্টেশনে আবেদন জমা পড়েছে। আবেদনে লেখা হয়েছে, রাজ্যের নিরাপত্তা রক্ষীদের ‘অপমান’ করেছেন রাহুল গান্ধী। এর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ইউনিয়নের প্রেসিডেন্ট সন্দীপ ঘুগে জানান, রাহুল গান্ধীর বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করা উচিত পুলিসের। এই ধরনের স্লোগান নিরাপত্তা রক্ষীদের অপমান।