ভোটে আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতে কড়া নজর মহিলা চৌকিদারের!

পাসিঘাট: এবার ‘চৌকিদার’-এর ভূমিকায় অবতীর্ণ হলেন অরুণাচল প্রদেশের একদল মহিলা। এদেশে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকার যথেচ্ছ ব্যবহার হয়ে থাকে বলেই অভিযোগ ওঠে বারবার। এবারের ভোটে অরুণাচল প্রদেশে তেমন কোনও ঘটনা যাতে না ঘটে, তার জন্য ‘উইমেন এগেন্স্ট সোশ্যাল ইভিল’ বা ‘ওয়েস’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা ময়দানে নেমে নজরদারি শুরু করেছেন। প্রতিটি

ভোটে আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতে কড়া নজর মহিলা চৌকিদারের!

পাসিঘাট: এবার ‘চৌকিদার’-এর ভূমিকায় অবতীর্ণ হলেন অরুণাচল প্রদেশের একদল মহিলা। এদেশে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকার যথেচ্ছ ব্যবহার হয়ে থাকে বলেই অভিযোগ ওঠে বারবার।

এবারের ভোটে অরুণাচল প্রদেশে তেমন কোনও ঘটনা যাতে না ঘটে, তার জন্য ‘উইমেন এগেন্স্ট সোশ্যাল ইভিল’ বা ‘ওয়েস’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা ময়দানে নেমে নজরদারি শুরু করেছেন। প্রতিটি বাড়ির দরজায় গিয়ে টাকার পরিবর্তে ভোট না দেওয়ার জন্য তাঁরা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। গত ২ এপ্রিল রাতে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর কনভয়ের একটি গাড়ি থেকে নগদ ১ কোটি ৮০ লক্ষ হিসেব বহির্ভূত টাকা উদ্ধার হয়। তারপর থেকেই এই প্রচার অভিযান আরও বাড়িয়ে দিয়েছেন ওয়েস-এর মহিলারা। এই দলেরই অন্যতম সদস্য এবারই প্রথম ভোট দিতে চলা তরুণী রেবিকা কোমুট জানান, নগদ টাকা দিয়ে কেউ যাতে ভোটারদের প্রভাবিত করতে না পারে, তার জন্য সবসময় সজাগ রয়েছেন ওয়েস-এর মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =