নয়াদিল্লি: লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে চীনা সেনার ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টার একদিনের ভিতরই তাদের ছবি সামনে এল। ছবিতে দেখা গেছে বর্শা এবং স্বয়ংক্রিয় রাইফেল হাতে সেনারা এলাকায় উপস্থিত হয়। ছবি দেখে আন্দাজ করা যায় ১৫ জুনের মত গলওয়ার উপত্যকার ঘটনার মতই এদিনও ভারতীয় সেনার সঙ্গে সরাসরি শারীরিক সঙ্ঘাতে যেতে চাইছিল চিনা সেনা।
চিনা সেনার মধ্যযুগীয় যুদ্ধাস্ত্র ব্যবহারের এটিই প্রথম প্রকাশ্য প্রমাণ। প্রত্যেকটি সেনার হাতে আলাদা আলাদা করে বর্শা ও রাইফেল দেখা গেছে ওই ছবিতে। সোমবার ভারতীয় এবং চিনা সেনা প্যাংগং লেকে দক্ষিণ পাড়ে রেচিন লা, রেঝাংলা মুখপারি ও মগর হিলের মাঝ বরাবর গুলি ছোঁড়াছুড়ির দূরত্বে এসে দাঁড়ায়।
সূত্রের খবর যখন চিনা সেনারা মুখপারির কাছাকাছি কোনও এলাকায় এসে পৌঁছায় তখন ভারতীয় সেনারা চিৎকার করে তাদের অস্ত্র দেখায়। চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করলে ভারতীয় সেনার তরফে উপযুক্ত জবাবের সতর্কতা দেওয়া হয় গুলি ছুঁড়ে। চিনা সেনারা পিছিয়ে গেলে ফের পরপর গুলি করে সতর্কতা দেওয়া হয়।
রেঝাংলা ও মুখপারির কাছে চিনা সেনাদের দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশ করেছে এনডিটিভি। এই সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকতে চায়। এদের বেশ কয়েকজন শূণ্যে গুলিও ছোঁড়ে। ১৪ হাজার ফুট ওপরে প্যাংগং সো হিমবাহের কাছে ভারতীয় সেনারা এগিয়ে যাওয়ার পর থেকেই চিনা সেনা ক্রমাগত ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে খবর।
বারবার উস্কানি দেওয়া হলেও নিজেদের স্থানে অচল থাকে ভারতীয় সেনা। অনেকেই মনে করছেন জুন মাসে গলওয়ান উপত্যকার ঘটনার মত ইন্ধন দিয়ে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়তে চেয়েছিল চিনা সেনা। পূর্ব লাদাখে গলওয়ান উপত্যকা কাণ্ডে ২০ জন ভারতীয় জওয়ানের প্রাণ যায়। চিনের তরফেও প্রাণহানি ঘটে কিন্তু তার কোনও স্বীকৃতি মেলেনি।
২৯ ও ৩১ অগাস্ট দুটি চিনা উস্কানির বড়সড় ঘটনা ঘটে প্যাংগং সোয়ের কাছে। প্যাংগংয়ের দক্ষিণ পাড় বরাবর নতুন এলাকা দিয়ে নিজের স্থান বদলের চেষ্টা চালাচ্ছিল চিন বলে অভিযোগ ভারতীয় সেনার। তবে ভারত যেকোনও রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি ভারত সরকারের।