নয়াদিল্লি: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা চিনের। এবার এক চিনা সৈনিক ভারতে ঢোকার চেষ্টা করতেই তাকে গ্রেফতার করল ভারতীয় সেনা। জানা গিয়েছে এই চিনা সৈনিক নাকি পথ ভুলে প্যাংগং হ্রদের দক্ষিণে LAC টপকে ভারতে ঢুকে পড়ে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব লাদাখে চুশুল সেক্টরে। প্যাংগং হ্রদের দক্ষিণে ওই চিনা সৈনিককে গ্রেফতার করা হয়েছে। সেনার গোয়েন্দা বিভাগের তরফে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আন্তর্জাতিক আইন ও দুই দেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত চুক্তি মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে খবর। তবে এমন ঘটনা নতুন নয়। এর আগে, গত অক্টোবর মাসেও লাদাখের ডেমচক এলাকা থেকে এক চিনা সৈনিককে গ্রেফতার করা হয়। তার নাম ওয়াং ইয়া লং। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটমার মাস কয়েকের মধ্যেই ফের চিনা অনুপ্রবেশ ঘটল ভারতে। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রতিরক্ষা মহল।
পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে প্যাংগং হ্রদ। তার দক্ষিণে মুখোমুখি ভারত ও চিনা ফৌজ। গত বছর মার্চ মাস থেকে প্যাংগং হ্রদের উত্তরে আগ্রাসন চালায় চিনা সেনা। ১৫ জুন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আলোচনার পর দুই দেশের মধ্যে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু তাতে কিছু লাভ হয়নি। আলোচনা টেবিলে এক কথা বলে চিন আর কার্যক্ষেত্রে হয় অন্যরকম। প্রসঙ্গত ভারতের সঙ্গে এই দুমুখো কর্মকাণ্ডের জেরে সমস্যা সমাধানের বদলে আরও গুরুতর হয়। এরপর ২৯ এবং ৩০ আগস্ট চিনারা ফের ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনা তার উপযুক্ত জবাব দেয়। তারপর থেকেই প্যাংগংয়ের দক্ষিণে প্ররোচনামূলক পদক্ষেপ চালাচ্ছে চিন। এবার ভারতীয় সেনার ঢিলছোঁড়া দুরত্বে সেনা মোতায়েন করেছে তারা। প্যাংগংয়ের দক্ষিণে গুরুং এবং মগর পাহাড়ের মাছে স্প্যাঙ্গুর গ্যাপে দুই দেশের সেনা শুটিং রেঞ্জের মধ্যে চলে এসে গিয়েছে। চিনারা যেভাবে প্ররোচনা দিচ্ছে তাতে যে কোনও সময় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।