চিন বিরোধিতার মাঝে IPL-এ ফের চিনা বিনিয়োগ! ঘুরপথে BCCI-কে চিনের অনুদান

চিন বিরোধিতার মাঝে IPL-এ ফের চিনা বিনিয়োগ! ঘুরপথে BCCI-কে চিনের অনুদান

মুম্বই: চিন বিরোধিতার মাঝে মাত্র একমাস অতিক্রান্ত। চিনা বিনিয়োগ আবার শিরোনামে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর টাইটেল স্পন্সরশীপ ২২০ কোটি টাকার এবছরের জন্য নিজেদের পকেটে পুড়ল Dream11। যারা জানেন না, অনেকেই প্রশ্ন করতে পারেন, Dream11 আসলে কী? এটি একটি ফ্যান্টাসি স্পোর্টস app। মালিক দুই ভারতীয়। হর্ষ জৈন এবং ভাবিত শেঠ। তবে, চিনা ভিডিও গেমিং app কোম্পানি টেনসেনট এই Dream11 এ বিনিয়োগ করে রেখেছে। বিনিয়োগের পরিমান কত তা স্পষ্ট নয়। বিসিসিআই-এর একটি সূত্র বলছে, বিনিয়োগের পরিমান মাত্র ১০ শতাংশ। ৪০০ ভারতীয় Dream11 এ চাকরি করেন। টেনসেনট পৃথিবীর সব থেকে বড় গেমিং app প্রস্তুতকারী সংস্থা। আড়াই PUBG এর মত গেম তৈরি করে।

তবে, মঙ্গলবার দিনের সূচনায় অন্য একটি খবরও চোখ গিয়েছে। তা হল, আই সি আই সি ব্যাংকে বিনিয়োগ করেছে পিপলস ব্যাংক অফ চায়না। এইচ ডি এফ সি ব্যাংকেও তাদের বিনিয়োগ রয়েছে। এত সব কিছুর পর হঠাৎ প্রশ্ন এসে গিয়েছে। সারা এপ্রিল মাসে জুড়ে যা হল তা কি নাটক ছিল? সীমান্তে চিন-ভারতীয় সেনার সংঘর্ষ হল। দুদেশের সেনার মৃত্যু হল। ২০ ভারতীয় সেনার মৃত্যুর প্রতিবাদে সারা দেশ আন্দোলিত হল। চিনা মোবাইল, টিভি ফেলে দেওয়া হল। ৫৯টি চিনা app কে তথ্য চুরির অভিযোগে বাতিল করল মোদি সরকার। এদেশে তেমন ব্যাবসা হচ্ছে না, জানিয়ে আই পি এল থেকে সরে গেল vivo । চিনা সংস্থা গুলির বড়বড় বরাত হাতছাড়া হল।

জানা গিয়েছে, প্রথম কারণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক মনে করেছে এই app গুলি ব্যবহার করা হলে দেশের সাইবার সিকিউরিটি বিঘ্নিত হতে পারে। এখানে যে আইন কাজে লাগান হয়েছে তা হল, তথ্য প্রযুক্তি আইন, ২০০০। ধারা 69A । এই চিনা app গুলি দেশের সার্বভূমত্ব, একতা, নিরাপত্তা, জনতার সুরক্ষার প্রতি ক্ষতিকর, তা সাফ জানান হয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ভারতের cyber security coordination centre – এই প্রস্তাব পাঠিয়েছিল। তারপরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে, বিশেষজ্ঞদের মতে, চিনা বিনিয়োগ অস্বীকার করলে দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে বিচার করে নিতে হবে, যে চিনা সংস্থা বিনিয়োগ করতে চাইছে তাদের মূল উদ্দেশ্য কী। ভারতীয় নাগরিকদের ডেটা কী ওই সংস্থা চুরি করতে পারে? Dream11 এ টেনসেনট এর শেয়ার যদি ১০ শতাংশ হয় তাহলে তা সম্ভব নয়। ব্যাংকগুলির ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণের উপর নির্ভর করবে। মূল ব্যাংককে চিনা কোম্পানি কতটা প্রভাবিত করতে পারছে তার উপর নির্ভর করবে। তবে, দেশে প্রবল চিন বিরোধী হওয়ার মাঝে মাত্র একমাসের মধ্যেই পরিস্থিতি বদলে গিয়েছে। সেটাই আশ্চর্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =