লাদাখ: গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনীর লড়াইয়ের স্মৃতি এখনও তাজা। একাধিক বীর জওয়ান প্রাণ হারিয়েছিল সেই সংঘর্ষে। তারপর থেকে অনেক সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও বোঝাপড়া তৈরি হয়নি দুই দেশের মধ্যেই। চাপানউতোর চলছেই। দুই দেশে একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, বারংবার বৈঠক করা হয়েছিল, কিন্তু আখেরে লাভের লাভ কিছুই হয়নি। এখন আবার পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে কারণ একটি ভাইরাল হওয়া ছবি। চিন দাবি করছে যে, গালওয়ান ভ্যালিতে তারা দেশের পতাকা তুলেছে! যদিও সেই দাবি ওড়াচ্ছে ভারত।
চিনের সরকারি একটি টুইটার হ্যান্ডল থেকে এ সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, গালওয়ানে চিনের পতাকা তোলা হয়েছে এবং আশেপাশে রয়েছে একাধিক চিনের সেনা। এই ছবি ভাইরাল হতেই নতুন করে শোরগোল শুরু। তবে ভারতের দাবি, সেখানে যে জায়গা বিতর্কিত, তার থেকে অনেক দুরেই চিনা সেনা পতাকা তুলেছে। এই অঞ্চল মোটেই ভারতের অভ্যন্তরে নয়। যদিও, চিনের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘২০২২ নববর্ষে গালওয়ানে চিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই পতাকা তোলা হয়েছিল তিয়েনানমেন স্কোয়ারে।’ এখন এই ছবি ঘিরে নতুন করে দুই দেশের মধ্যেই বাদানুবাদ শুরু হবে বলে আশঙ্কা।
২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকা ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ভারতের ২০ জন জওয়ান শহীদ হন অন্যদিকে, চিনের কমপক্ষে ৪০ জন মারা গিয়েছিল বলে জানা গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে চিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার। দুই দেশের মধ্যে একাধিক বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র মেলেনি। ভারতের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, এই সমস্যার সমাধান একমাত্র সেনাবাহিনীই করতে পারে! সব মিলিয়ে উত্তেজনার পারদ চড়ছিল দিন দিন। এখন আবার সেই এক জিনিস হবে না তো? প্রশ্ন।