‘বিস্তারকারী’ চিন! লাদাখে মোদির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া চিনা দূতাবাসের

‘বিস্তারকারী’ চিন! লাদাখে মোদির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া চিনা দূতাবাসের

নয়াদিল্লি: ইট ছুড়লে পাটকেল যে খেতেই হবে তা খুব ভালো ভাবে জানতেন বেজিংয়ের কর্তারা৷ লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়িয়ে চিনের আগ্রাসন কার্যত রুখে দিয়েছেন ভারতীয় নিরস্ত্র জওয়ানরা৷ সশস্ত্র চিনা বাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান৷ আজ সেই সমস্ত শহিদের স্মরণ ও জখন জওয়ানদের সঙ্গে স্বশরীরে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লাদাখ সীমান্তে দাঁড়িয়ে চিনের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারিও দিয়েছেন মোদি৷ চিনের নাম না করে ‘বিস্তারকারী’ বলেও কটাক্ষ করেছেন নমো৷ ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা কানে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি বেজিং প্রশাসনের৷ মোদির লাদাখ সফর প্রসঙ্গে এবার বিবৃতি জারি করেছে চিনা দূতাবাসের মুখপাত্র৷

চিনের চিন্তা বাড়িয়ে আজ লাদাখ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ সেখানে সীমান্ত পরিস্থিতি  নিজে সরজমিনে খতিয়ে দেখেন৷ একইসঙ্গে সীমান্তে চিনা হামলায় আহত জওয়ানদের সঙ্গেও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী৷ তাঁদের মনোবল বাড়াতে দেন ভোকাল টনিক৷ এরপর ভারতীয় সেনা জওয়ানদের শক্তি বাড়াতে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী৷ সাফ জানিয়ে দেন, ভারতের অখণ্ডতা বজায় রাখতে ভারতীয় সেনাকেপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ গোটা দেশবাসী তাঁদের পাশে আছে৷ যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে বলেও লাদাখে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ চিনের নাম না করে বিস্তারকারী দেশ বলেও কটাক্ষ করেন তিনি৷ লাদাখে দাঁড়িয়ে চিনকে চরম হুঁশিয়ারি দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী৷

ভারতের প্রধানমন্ত্রী এহেন মন্তব্যের পর প্রতিক্রিয়া দিতে ছাড়েনি চিনা প্রশাসন৷ মোদির বক্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছে চিনা দূতাবাস৷ বিবৃতি দিয়ে জানানো হেছে, ১৪টি দেশের মধ্যে ১২টি দেশের সঙ্গে সহবাস তান বজায় রেখে চলছে চিন৷ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সহবস্থানের পক্ষে রয়েছে চিন৷ বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব৷ চিনকে বিস্তারকারী বলা একেবারেই ভিত্তিহীন৷ প্রতিবেশীর বিরুদ্ধে সীমান্ত বিবাদকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে৷ যা ঘটেনি তাও বলা হচ্ছে৷ এমনই মন্তব্য প্রতিক্রিয়া দিয়েছে চিনা দূতাবাসের মুখপাত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *