ভারতের আকাশে চিনের ‘গুপ্তচর’ বেলুন? সতর্ক হচ্ছে নয়াদিল্লি

ভারতের আকাশে চিনের ‘গুপ্তচর’ বেলুন? সতর্ক হচ্ছে নয়াদিল্লি

China

ইম্ফল: বিশ্বের একাধিক দেশে নজরদারি চালানোর চেষ্টা করছে চিন। এমন অভিযোগ অনেক আগেই উঠেছে। বেশ কিছু সময় আগে আমেরিকার আকাশে এক রহস্যজনক বেলুনের দেখা মিলেছিল। মার্কিন প্রশাসন দাবি করেছিল যে চিন গুপ্তচর বেলুন পাঠিয়েছে। সম্প্রতি সেই একই ধরনের বস্তু ভারতের আকাশেও দেখা গিয়েছে। মণিপুরে এই রহস্যজনক বস্তুর দেখা মেলায় সন্দেহ আরও বাড়ে। এই মুহূর্তে দাবি করা হচ্ছে, আমেরিকার মত ভারতেও নজরদারি চালাচ্ছে চিন। (China)

গত রবিবার মণিপুরে আকাশে সন্দেহজনক উড়ন্ত যানটি নজরে আসার পরই নড়েচড়ে ওঠে ভারতীয় বায়ুসেনা। সঙ্গে সঙ্গে দুটি রাফালে বিমান পাঠানো হয় তার খোঁজ লাগাতে। কিন্তু গোটা এলাকায় তল্লাশি চালিয়েও কিছু খুঁজে পাওয়া যায়নি। অনেকে এটিকে ‘ইউএফও’ ভাবতে শুরু করেছিল। কিন্তু আপাতত যা খবর তাতে বলা হচ্ছে, সেটি আসলে চিনের সেই গুপ্তচর বেলুন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের দাবি ছিল, বিশ্বের অন্তত ৪০টি দেশে নজরদারি চালানোর চেষ্টা করছে বেজিং প্রশাসন। তার মধ্যে আছে ভারত। এক ধরনের যান্ত্রিক বেলুন পাঠিয়ে বিভিন্ন জায়গার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে তারা। 

সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার আকাশে একই ধরনের বস্তু দেখা দেওয়ায় সন্দেহ বহুগুণ বেড়েছে। আদতে চিন এর পিছনে আছে কিনা তা জানতে গোয়েন্দারা উদ্যোগী হয়েছেন ইতিমধ্যেই। যদিও এই বিষয় নিয়ে জিংপিং প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *