চিনের ঘুম উড়িয়ে শক্তি বাড়াল নৌ-সেনা,

নয়াদিল্লি: সমান সমানে টেক্কা। চিনের বুকে কাঁপন ধরিয়ে, বঙ্গোপসাগরে শীঘ্রই তৃতীয় নৌ-সেনা ঘাঁটির উদ্বোধন করল ভারত। লক্ষ্য, মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরে প্রবেশকারী চিনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের উপর নজরদারি। আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জের শেষ প্রান্তে তৃতীয় বিমানঘাঁটি উদ্বোধন করতে চলেছে ভারত। সেখানে যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফ্ট মোতায়েন করা হচ্ছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার আন্দামানে নতুন ঘাঁটির উদ্বোধন করেন

চিনের ঘুম উড়িয়ে শক্তি বাড়াল নৌ-সেনা,

নয়াদিল্লি: সমান সমানে টেক্কা। চিনের বুকে কাঁপন ধরিয়ে, বঙ্গোপসাগরে শীঘ্রই তৃতীয় নৌ-সেনা ঘাঁটির উদ্বোধন করল ভারত। লক্ষ্য, মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরে প্রবেশকারী চিনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের উপর নজরদারি। আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জের শেষ প্রান্তে তৃতীয় বিমানঘাঁটি উদ্বোধন করতে চলেছে ভারত।

সেখানে যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফ্ট মোতায়েন করা হচ্ছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার আন্দামানে নতুন ঘাঁটির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবা। রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিক নতুন এই নৌ-সেনা ঘাঁটি। যার পোষাকি নাম দেওয়া হয়েছে আইএনএস কোহাজা।

সূত্রের খবর, প্রতিবছর ভারত মহাসাগর দিয়ে ১,২০,০০০ জাহাজ চলাচল করে এবং এর মধ্যে ৭০,০০০টি চলে মালাক্কা প্রণালী দিয়ে। চিনা আধিপত্য রুখতে এখানে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। হেলিকপ্টার ও ডর্নিয়ার সার্ভেইল্যান্স এয়ারক্রাফট উঠানামার জন্য ১ কিলোমিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত এই রানওয়ে তিন কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে যেন জঙ্গিবিমান ও দূরপাল্লার নজরদারি বিমান উঠানামা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =