ওড়িশা: দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের আবহের মধ্যেই পাকিস্তান ও চিনের রক্ত চাপ বাড়াল ভারতীয় সেনার নয়া মিসাইল৷ ওড়িশা উপকূলের বায়ুসেনার একটি ঘাঁটি থেকে পরীক্ষামূলকভাবে দুটি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের (QRSAM) সফল উৎক্ষেপণ করল সেনা৷ মঙ্গলবার ডিআরডিও-র তরফে ওড়িশা উপকূল থেকে বঙ্গোপসাগরে পরীক্ষামূলক ভাবে সফল উৎক্ষেপণ করা হল দু’টি নতুন মিসাইল৷
ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে এই মিসাইল দু’টি ভারতীয় সেনার জন্য তৈরি করেছে। ডিআরডিও সূত্রের খবর, বছরের যে কোনও সময়ে, যে কোনও আবহাওয়াতেই এই মিসাইল দু’টি কাজ করতে পারবে। ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে যে কোনও নিশানায় নির্ভুল আঘাত হানার ক্ষমতা রয়েছে এই দু’টি মিসাইলের।
India successfully test fires quick reaction surface to air missile off the coast of Odisha. Two missiles were tested by the DRDO for the missile being developed for the Army. pic.twitter.com/5W9Hjmj45L
— ANI (@ANI) February 26, 2019
Smt @nsitharaman congratulates @DRDO_India and the Defence Industry for successful test-firing of two indigenously-developed Quick Reaction Surface to Air Missiles(QRSAM). The missile have radars with search on move capability. The project was sanctioned by the govt in July 2014. pic.twitter.com/qZIjirM9FQ
— Raksha Mantri (@DefenceMinIndia) February 26, 2019
সূত্রে জানা গেছে প্রায় ৩০ কিলোমিটার এলাকার মধ্যে শূন্যের কোনও লক্ষ্যবস্তু কিংবা ট্যাঙ্ক বাঙ্কারকে ধ্বংস করতে পারে এই মিসাইল। আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(PoK) ভারতীয় বায়ুসেনার অভিযানের কয়েক ঘণ্টার পর এই সাফল্য পায় ভারত।