চিন থেকে দিল্লিতে করোনা আক্রান্ত রোগী, জারি চূড়ান্ত সতর্কতা

চিন থেকে দিল্লিতে করোনা আক্রান্ত রোগী, জারি চূড়ান্ত সতর্কতা

নয়াদিল্লি: ব্যাংকক থেকে স্পাইস জেটে করোনাভাইরাস আক্রান্ত এক যাত্রী দিল্লিতে এসেছেন বলে জানা গিয়েছে । যদিও এখনও পর্যন্ত তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হয়নি। তবে উপসর্গ দেখে মনে করা হচ্ছে ওই যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত। তাঁকে আলাদা একটি জায়গায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ওই যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি দেখতে পাওয়া গেলে, বিমানের অন্যান্য যাত্রীদের করোনা ভাইরাসের উপস্থিতি বিষক পরীক্ষা করা হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কলকাতার দুই বাসিন্দার শরীরে করোনাভাউরাসের উপস্থি্তি রয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার তাঁরা কলকাতা বিমানবন্দরে নেমেছেন বলে জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, থার্মাল স্ক্রিনিং পরীক্ষায় ওই দুই যাত্রীর পজেটিভ ফলাফল এসেছে।

পাশাপাশি কেরলের দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ওই দুই জন সম্প্রতি চিনের উহান থেকে ভারতে এসেছিলেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রায় দুই লক্ষ ভারতীয় করোনা ভাইরাসের ভয়ে চিন থেকে ভারতে ফিরে এসেছেন। ১.৯৭ লক্ষ জন যাত্রী ১,৮১৮টি বিমানে ভারতে এসেছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, সমস্ত যাত্রীর স্ক্রিনিং টেস্টের পরেই ভারতে অবাধ যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও জলপথে অনেকে চিন থেকে বা অন্য প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছেন। তাঁদের সকলের স্ক্রিনিং টেস্ট হবে বলে জানানো হয়েছে।

গত বছর ডিসেম্বর থেকে করোনাভাইরাসের প্রারদুর্ভাব দেখতে পাওয়া যায় তমিচিনচিচিনে। জানুয়ারি থেকে মহামারীর আকার ধারণ করে। হু করোনাভাইরাসের জেরে বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে। করোনাভাইরাসের জেরে চিনে ১,৩০০ জনের মৃত্যু হয়েছে। ৪০ হাজার জন এখনও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *