সন্ত্রাসের আঁতুর ঘর ভাঙতে ভারতের পাশে দাঁড়াল চিন

নয়াদিল্লি: পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। বুধবার ভারতের সহ্হগে যৌথ বিবৃতিতে রাশিয়া ও পাকিস্তানের বহুদিনের বন্ধু চিন একযোগে সন্ত্রাসের আঁতুরঘর ধ্বংস করার ব্যাপারে ঘনিষ্ঠ সমন্বয় রাখার কথা বলেছে। বুধবার চিনে তিন দেশের বিদেশমন্ত্রীদের আলোচনায় পুলওয়ামা এবং ভারতের বিমান হানার প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, সবরকম

33021c7ecca2b82b920e671b2e922356

সন্ত্রাসের আঁতুর ঘর ভাঙতে ভারতের পাশে দাঁড়াল চিন

নয়াদিল্লি: পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। বুধবার ভারতের সহ্হগে যৌথ বিবৃতিতে রাশিয়া ও পাকিস্তানের বহুদিনের বন্ধু চিন একযোগে সন্ত্রাসের আঁতুরঘর ধ্বংস করার ব্যাপারে ঘনিষ্ঠ সমন্বয় রাখার কথা বলেছে।

বুধবার চিনে তিন দেশের বিদেশমন্ত্রীদের আলোচনায় পুলওয়ামা এবং ভারতের বিমান হানার প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, সবরকম সন্ত্রাসবাদের মোকাবিলার ব্যাপারে একযোগে কাজে নামার কথা হয়েছে। সন্ত্রাসের আঁতুরঘরের উল্লেখ পাকিস্তানে ভারতের বিমান হানাকে সমর্থন করা বলেই মনে করা হচ্ছে। চিনা বিদেশমন্ত্রী এও বলেন, পাকিস্তানও সন্ত্রাসের বিরুদ্ধে। দুই দেশের সংযমের ওপর জোর দেন তিনি। আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর কথাও বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *