ভারতের চাপে নতিস্বীকার, ১০ ভারতীয় জওয়ানকে মুক্তি দিল চিনা সেনা

ভারতের চাপে নতিস্বীকার, ১০ ভারতীয় জওয়ানকে মুক্তি দিল চিনা সেনা

8f28a20b41ecee9616d9e8c498e7bc20

নয়াদিল্লি: ফের কূটনৈতিক জয় ভারতের৷ চিনের উপর লাগাতার আন্তর্জাতিক চাপ তৈরি করার পর অবশেষে আগের অবস্থান থেকে পিছু হটল চিনা সেনা৷ দীর্ঘ সামরিক আলোচনার পর সুর নরম করে আটক ভারতীয় ১০ জন জোয়ানকে মুক্তি দিল চিন৷ গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় নিরস্ত্র ভারতীয় সেনার উপর বিনা প্ররোচনায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় চিন৷ সংঘর্ষের ভারতীয় ২০ সেনা শহিদ হন৷ খতম ৪৩ চিনা৷ সংঘর্ষের মধ্যে চিনা বাহিনীর হাতে আটক হন ভারতীয় বেশ কয়েকজন জওয়ান৷ পরে ইন্দো-চিন সংঘাত পর্বে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়ায় আটক ১০ ভারতীয় জওয়ানকে মুক্তি দেওয়ার ঘোষণা করা হয়৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কমপক্ষে দু’জন অফিসার-সহ ১০ জওয়ানকে ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ছেড়ে দেওয়া হয়৷ পরে তাঁরা ভারতে ফিরে আসেন৷ তারপর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়৷ তাঁদের বিভিন্ন প্রশ্ন জ্ঞিজাসা করেছেন আধিকারিকরা৷ তবে, এবিষয়ে সরকারি স্তরে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি৷

অন্যদিকে, গালওয়ান উপত্যকায় কোনও ভারতীয় সেনা জওয়ান নিখোঁজ হনননি৷ চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পর সমস্ত জওয়ানকে উদ্ধার করে আনা হয়েছে৷ নিহত ও আহত জওয়ানদের ভারতী সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে এসেছেন৷ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন খারিজ করে জানিয়ে দিল ভারতীয় সেনা৷ লাদাখে সংঘর্ষের পর নিখোঁজ হয়ে গিয়েছেন কয়েকজন ভারতীয় জওয়ান৷ এমন দাবি করেছিল মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস৷ আজ সাংবাদিক বৈঠক করে রীতিমতো সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী৷

বৃহস্পতিবার পূর্ব লাদাখের গালওয়ানে মেজর জেনারেল পর্যায়ে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে৷ দু’পক্ষে সীমান্তে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধপরিকর৷ এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি আপাতত স্থিতিশীল৷ দু’পক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম বলে মন্তব্য করেছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *