Aajbikel

অরুণাচলের খেলোয়াড়দের ভিসায় 'না', চিনের পদক্ষেপে ক্ষুব্ধ ভারত

 | 
শি

নয়াদিল্লি: তাহলে কি নোংরা রাজনীতি করছে চিন? চলতি এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন দেশের ৩ খেলোয়াড়। যে দেশ এশিয়ান গেমস আয়োজন করছে অর্থাৎ চিন, এই ৩ খেলোয়াড়কে ভিসা দেয়নি। পোক্ত কোনও কারণ বলা না হলেও নয়াদিল্লি ধরে নিয়েছে যে, ওই খেলোয়াড়রা অরুণাচলের বাসিন্দা বলেই চিন এই কাজ করেছে। আর এই রাজ্য নিয়ে দুই রাষ্ট্রের কী সংঘাত তা সকলেই জানে। তাই এই ইস্যুতে কড়া অবস্থান নেওয়ার পথে ভারত। 

অরুণাচল প্রদেশের বাসিন্দা তিন উশু খেলোয়াড়ের ভিসার আবেদন নাকচ করে দেয় চিন। এশিয়ান গেমসের আয়োজকদের তরফে ছাড়পত্র পেলেও তারা সে দেশে ঢোকার অনুমতি পাননি। তাই বাধ্য হয়েই তাদের ছাড়া এশিয়ান গেমস খেলতে যেতে হয়েছে এই দলকে। অন্যদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের প্রতিনিধিত্ব করতে পারলেন না এই তিন খেলোয়াড়। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারত সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে পালটা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ভারতের। এক কথায়, এশিয়ান গেমসের ইস্যু নিয়েও এখন নতুন করে ভারত-চিন সম্পর্কে ফাটল পড়ছে।

নয়াদিল্লির তরফে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, চিনের এই বৈষম্যমূলক আচরণ একেবারে মেনে নেওয়া হবে না। অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং থাকবে। বেছে বেছে কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদকে যেভাবে আটকে দেওয়া হল, তা মেনে নিয়ে চুপ থাকবে না ভারত সরকার। 
 

Around The Web

Trending News

You May like