নয়াদিল্লি: সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে সংঘাত বহু দিন ধরেই চলে আসছে চিনের। লাদাখ সীমান্তের ঘটনা এখনও চর্চায় রয়েছে। অনেকগুলি বৈঠক করার পরেও সেই বৈঠক থেকে ইতিবাচক কিছুই মেলেনি এখনও। এদিকে অরুণাচল প্রদেশেও চিনের বাড়বাড়ি বাড়ছিল। তবে এখন হয়তো তা শীর্ষে পৌঁছেছে, কারণ এবার রীতিমত দুঃসাহস দেখিয়েছে লাল ফৌজ। অরুণাচলের মাটিতে ঢুকে এক ভারতীয় যুবককে ‘অপহরণ’ করেছে তারা! এই খবর সামনে আসতেই ব্যাপক হইচই শুরু হয়েছে।
জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের সিয়াং জেলা থেকে ১৭ বছরের এক কিশোরকে ‘অপহরণ’ করেছে চিনের সেনাবাহিনী। ওই কিশোরের নাম মিরাম তারন বলে জানিয়েছেন সাংসদ তাপির গাও। তিনিই প্রথম টুইট করে গোটা বিষয়টি সামনে আনেন। তিনি জানান, যে কিশোরকে চিনের সেনারা ‘অপহরণ’ করেছে তার সঙ্গে আরও একজন বন্ধু ছিল। সে কোনও ভাবে চিনা সেনার হাত থেকে পালিয়ে চলে আসে। কিন্তু মিরাম তা করতে পারেনি। গত ১৮ জানুয়ারি সিয়াং এলাকার জিডো গ্রাম থেকে চিনা সেনাবাহিনী মিরামকে ‘তুলে’ নিয়ে যায় বলেই জানিয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তৎপর হয়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনীও। সূত্রে জানা গিয়েছে, হটলাইনের মাধ্যমে চিনের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ওই কিশোরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে ভারতের তরফে।
ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি টুইট করে লিখেছেন, ”প্রজাতন্ত্র দিবসের ঠিক কয়েক দিন আগেই এক যুবক, দেশের ভবিষ্যৎ, তাঁকে চিন অপহরণ করে নিল। আমরা মিরাম তারনের পরিবারের সঙ্গে আছি। আশা ছাড়ব না, হার মানব না।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রত্যক্ষ নিশানা করে আরও বলেন, ”প্রধানমন্ত্রী যে চুপ আছেন সেটাই প্রমাণ দিচ্ছে যে তিনি পরোয়া করেন না।”