নয়াদিল্লি: ১৯৬২ সাল৷ টানা ৭২ ঘণ্টা একা লড়াই করে গোটা অরুণাচলকে রক্ষা করেছিলেন বীর সৈনিক রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের৷ অরুণাচলকে রক্ষা করতে বীর সৈনিক রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত সফল হলেও ১৯৬২ সালের যুদ্ধে ভারতের লজ্জাজনক হার হয়েছিল৷ পরে, পাল্টা চিনকে জবাব দিয়েছিল ভারত৷ ইতিহাসের পাত থেকে সেই সব যুদ্ধগুলির প্রসঙ্গ টেনে এবার অরুণাচলকে নিজেদের বলে দাবিজুড়ে বসল চিন৷
ভারত-চিন সংঘাতের আবহে আচমা চিনা সেনার হেফাজতে চলে গিয়েছে অরুণাচল প্রদেশের ৫ বাসিন্দা৷ ভারতীয় ৫ নাগরিককে নিয়ে ভারতের উদ্বেগকে এবার উড়িয়ে দিল খোদ বেজিং৷ চিনের হেফাজতে থাকা ৫ অরুণাচলের বাসিন্দার কোনও খবর না দিয়ে সোমবার চিনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচলকে কখনও ভারতের অংশ হিসেবে তারা স্বীকৃতি দেয়নি৷ চিনের দাবি, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য তিব্বতের অংশ৷ চিনের এই দাবি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷
জানা গিয়েছে, রবিবার ভারতীয় সেনাবাহিনীর তরফে চিনের কাছে বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হয়, অরুণাচলের নিখোঁজ ৫ বাসিন্দা কি তাদের হেফাজতে৷ ৫ নিখোঁজ ভারতীয়র কোনও তথ্য না দিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছে, চিনের অধীনস্থ দক্ষিণ তিব্বতে চিনা সেনাবাহিনীর দখল রয়েছে৷ চিন কখনও অরুণাচল প্রদেশকে ভারতের বলে স্বীকৃতি দেয়নি৷ কারা, কীভাবে, কেন নিখোঁজ, মুহূর্তে তারা কোনও ধারণা নেই৷
যদিও, এর আগেও অরুণাচল নিয়ে চিনের নানন অভিযোগ রয়েছে৷ গত ফেব্রুয়ারি মাসে অরুণাচলে অমিত শাহের সফর নিয়েও অসন্তোষ প্রকাশ করে চিন৷ দ্বিপাক্ষিক সম্পর্কের সুযোগ ভারত চিনের সার্বভৌমত্বের বিরুদ্ধে আঙুল তুলছে বলেও চিনের তরফে দাবি করা হয়৷ এবার চিনা প্রশাসনের দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, নিখোঁজ ৫ অরুণাচলবাসীর খোঁজ পেতে পিএলএর সঙ্গে যোগাযোগ করা হয়৷ গভীর অরণ্যে সীমান্তরেখা হারিয়ে ফেলায় খুব সম্ভবত চিন তাঁদের আটক করে থাকতে পারে৷ তবে, এই নিয়ে সরকারি ভাবে কোনও বয়ান এখনও প্রকাশ করা হয়নি৷